Press "Enter" to skip to content

ইনস্টিটিউশন অফ পাবলিক হেল্থ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার সুবর্ণ জয়ন্তী উৎসব আজ….।

Spread the love

শ্রীজিৎ চট্টরাজ : কলকাতা, ৯ মার্চ ২০২২। ১৯৭২ সালে এন মজুমদারের সভাপতিত্বে ইনস্টিটিউট অফ পাবলিক হেল্থ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার পথ চলা শুরু। এই উপলক্ষে গত ৮ মার্চ মঙ্গলবার কলকাতার প্রেস ক্লাবে সংগঠনের পক্ষে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি কুমারজ্যোতি নাথ, সাধারণ সম্পাদক প্রবীণ প্রযুক্তিবিদ বশিষ্ঠকুমার সেনগুপ্ত, সম্পাদক তরুণ দত্ত, গৌতম ভাইজা ও আমন্ত্রিত সদস্য শ্রীমতি সাবিনা নাথ।

সভাপতি তাঁর বক্তব্যে সংগঠনের কাজের এক বর্ণনা দেন। সাধারণ সম্পাদক প্রযুক্তিবিদ বশিষ্ঠ কুমার সেনগুপ্ত বলেন, অপরিকল্পিত নগর নির্মাণের প্রেক্ষিতে বৃহত্তর শহর কলকাতায় পানীয় জলের জোগান, জল নিকাশি ও পয়:প্রণালীর একটা সংকট বাড়ছে জনসংখ্যা বাড়ার নিরিখে। ৮০র দশকে একবার দেশজুড়ে সংস্কারের খরচ নিরূপণ হয় প্রায় ২১হাজার কোটি টাকা। স্বাভাবিকভাবেই অর্থাভাবে সে প্রকল্প বাতিল হয়। তবে অতীতের কলকাতার সেই জঞ্জাল এখন নেই। অনেক পরিষ্কার শহর এখন। তবে জল কষ্ট আছে। দূষিত জল বা মশার উপদ্রবে বিভিন্ন অসুখ বিসুখ নির্মূল করা না গেলেও অনেকটাই আয়ত্তের মধ্যে আনা সম্ভব হয়েছে।

আমরা আমাদের ৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানে আগত প্রসাশনিক কর্তাদের কাছে অনুরোধ রাখবো, পরিবেশ দূষণ সম্পর্কিত কোনো বিভাগ আমাদের নেই। সেটা যাতে করা যায়। তাছাড়া আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত বহু প্রাক্তন প্রযুক্তিবিদ আছেন, যাঁরা রাজ্য সরকারের শহর বিন্যাসের প্রয়োজনে তাঁদের অভিজ্ঞতা ও কুশলী ভূমিকা দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত।

আজ ৯মার্চ সংগঠনের ৫০তম পূর্তি অনুষ্ঠান উপলক্ষে সল্টলেক করুণাময়ীতে আই পি এইচ ই আর সি বাইস্যাক অডিটোরিয়ামে আয়োজিত সন্ধায় এক অনুষ্ঠানে প্রধান অতিথি ও অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে আসছেন সুলভ স্যানিটেশন ও সোশ্যাল রিফর্ম মুভমেন্টের প্রতিষ্ঠাতা পদ্মভূষণ ড: বিন্দেশ্বর পাঠক। থাকছেন সল্টলেক পৌর নিগমের মেয়র শ্রীমতি কৃষ্ণা চক্রবর্তী, রাজ্যের সংশ্লিষ্ট বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী       শ্রী পুলক রায়, আই আই ই এস টি শিবপুর এর প্রাক্তন ডিরেক্টর পদ্মশ্রী প্রফেসর ড: অজয়কুমার রায এবং মওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি প্রতিষ্ঠানের প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড: সৈকত মৈত্র।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি কুমার জ্যোতি নাথ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

More from GeneralMore posts in General »
More from TechnologyMore posts in Technology »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.