শিখা দেব : কলকাতা, ১৪ এপ্রিল, ২০২৪। পয়লা বৈশাখের পূণ্য দিনে কলকাতা নাইট রাইডার্সের দাপটে ছন্নছাড়া হয়ে গেলো লখনউ সুপার জায়ান্টস। কে কে আর দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। কলকাতার বোলারদের মোকাবিলা করতে গিয়ে লোকেশ রাহুলরা ২০ ওভারে সাত উইকেটে ১৬১ রান করে।
১৬২ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে কলকাতা দল কোনও চাপের মুখে পড়ে নি।১৫.৩ ওভারে কলকাতা দুই উইকেট হারিয়ে ১৬২করে ৮ উইকেটে জয় তুলে নিয়ে দর্শকদের মন উল্লাসে ভরিয়ে দেয়। লখনউ দলের খেলোয়াড়রা জার্সি বদল করে খেলতে নেমে কোনও লাভ হয় নি। সেই হারের মুখ দেখতে হলো।
এদিকে প্রথাগত ভাবে কলকাতা ময়দানে মোহনবাগান, ইস্টবেঙ্গল, ভবানীপুর, খিদিরপুর, এরিয়ান,কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন ও নবব্যারাকপুরে পুরসভা ফুটবল অ্যাকাডেমি সহ অন্য ক্লাবগুলোতে বারপুজোয় কর্মকর্তা,ফুটবলার,সমর্থক আর ফুটবল প্রেমীরা মিলিত হন। মিষ্টিমুখ আর আলাপচারিতায় জমে ওঠে মিলন মেলা সারাদিন।
Be First to Comment