গোপাল দেবনাথ : আসানসোল, ১৮,অক্টোবর, ২০২০। আজ দ্বিতীয়া। ইতিমধ্যে বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে উৎসাহ দেখা যাচ্ছে। এখনও করোনা মহামারীর তান্ডব শেষ হয়নি।

লক্ষ লক্ষ মানুষ কর্মহীন। পুজোর সময় পরিবারের মুখে হাসি ফোটাতে নতুন জামা কাপড় কিনে দেওয়া গরিব ও দুঃস্থ মানুষের পক্ষে সম্ভবপর হয় নি।

সেই সব মানুষদের কথা ভেবে আসানসোলের তোপসি রেল গেট অঞ্চলের জামুড়িয়া তে আসানসোল ব্রাদারহুড ওয়েলফেয়ার সোসাইটি চার হাজার দুঃস্থ মানুষের হাতে আগামী দুর্গাপুজো উপলক্ষে নতুন জামা কাপড় তুলে দেওয়া হলো।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা ও সর্বভারতীয় চেয়ারম্যান শ্রী বুম্বা মুখার্জী। বুম্বা বাবু সংস্থার পক্ষ থেকে দুঃস্থ মানুষের হাতে জামা কাপড় তুলে দেন।

এই ধরণের উদ্যোগের জন্য সংস্থার ভূয়সী প্রশংসা করেন। এলাকার দুঃস্থ সাধারণ মানুষ পুজোর মুখে নতুন জামা কাপড় পেয়ে বেজায় খুশি।

Be First to Comment