Last updated on July 23, 2023
অর্জুন চক্রবর্তী : বিশিষ্ট অভিনেতা ও সংগীতশিল্পী।
যখন মাঁটি সোঁদা গন্ধ ছড়াবে,
যখন গনি মীঞা মেঘাছন্ন দূপুরে ,
‘চুড়ি লেলো ‘ বলে হাঁক পাড়বে,
আমি আসবো ফিরে ।
যখন গঙ্গা ফড়িং তোমার এলো চুলে বসবে ,
দুরে কোথাও রাখাল ছেলে ভাঙ্গা বাঁশী তে উদাসী সুর তুলবে,
বুকে জমাট হওয়া দীর্ঘশ্বাস আরো জমাট হবে,
আমি আসবো ফিরে ।
যখন কুঁড়ি ফোটার শব্দে চমকে উঠবে খয়েরী ভ্রমর,
ঝরে পড়ার উন্মাদনা নিয়ে দুলবে গোলাপ,
ছুটন্ত অশ্বের ঘাম ঝরা কেশর মনে দোলা দেবে,
ঈশানি ঝড় কোনো বাধা মানবেনা,
আমি আসবো ফিরে ।
জানালার ওপারে ঝম ঝম বৃষ্টি দেখে কান্না পাবে,
হৃদয়ের তার ছিঁড়ে বেরিয়ে আসবে অগোছালো শব্দ,
বরফ সাদা ঠান্ডা বালিশে আবছা স্মৃতির ছোপ,
জানালার মরচে ধরা গরাদে আটকে থাকা অগুন্তি স্মৃতি বুকে টস টস করবে,
আমি আসবো ফিরে ।
Be First to Comment