গোপাল দেবনাথ : কলকাতা, ২৬, ফেব্রুয়ারি, ২০২১। করোনা অতিমারীর পরে ধীরে ধীরে চলচ্চিত্রের শ্যুটিং শুরু হয়েছে। বহু নামিদামি প্রযোজনা সংস্থা ইন্ডোর আউটডোর শ্যুটিং নিয়ে ব্যস্ত আছেন। এই শহরের তেমনই এক প্রযোজনা সংস্থা আশুতোষ প্রোডাকশন আগামী জুন মাসে শুরু করতে চলেছেন তাদের প্রথম সিনেমা। ঐ ছবিতে অভিনয় করবেন টলিউডের বেশকিছু নামী অভিনেতা ও অভিনেত্রী, ঠিক তেমনই আছেন বহু অনামী মানুষজন। এ ছবির সাথে বিশেষভাবে যুক্ত রয়েছেন ২০২১ সালের মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ড খ্যাত পারমিতা বোস।
আগামীকাল ২৭ ফেব্রুয়ারি ঠিক সন্ধ্যা ৬টায় আই বিস (IBIS) রাজারহাটের হোটেলে প্রযোজনা সংস্থা আশুতোষ প্রোডাকশন এর পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করেছেন। গোপনীয়তার খাতিরে সিনেমার নাম জানানো হবে না বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার। ‘আই বিস (IBIS)’ রাজারহাটের হোটেলে আগামীকাল ‘আশুতোষ প্রোডাকডশন তাদের ছবির কথা সেদিন ঘোষনা করবেন না। সিনেমার নাম ঘোষণা করা হবে মার্চ মাসের শেষ দিকে। আগামীকালের সান্ধ্যকালীন অনুষ্ঠানে ২০২১ সালের মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ড খ্যাত পারমিতা বোস কে সন্মান জানানো হবে। ঐ অনুষ্ঠানে আশুতোষ প্রোডাকশনের ছবির পরিচালক, প্রযোজক ছাড়াও উপস্থিত থাকবেন বেশ কিছু সাংস্কৃতিক মনভাবাসম্পন্ন মানুষজন।
Be First to Comment