ডঃ পি সি সরকার (জুনিয়র) বিশ্বখ্যাত জাদুশিল্পী ও বিশিষ্ট লেখক। ১১, জানুয়ারি, ২০২১। আমাদের বারুইপুরের কর্মযজ্ঞস্থল ‘ইন্দ্রলোক’ জাদুমঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করবার সময় আশাপূর্ণা দেবী এবং ডঃ রমা চৌধুরীকে যেন ছোট্টো দুই বালিকা হিসেবে পেয়ে ছিলাম। উদ্বোধনের পর, আপনমনে দুজনে মিলে কি সুন্দর গান গাইছিলেন বাগানে ঘুরে, নিজের হাতে কারাইশুঁটি, টম্যাটো আর শশা তুলে আঁচলে বেঁধে বা খেয়ে। নির্বাক কবি যোগেশ দত্তকে বললাম, ” আপনি তো স্বেচ্ছায় বাকরুদ্ধ, কিন্তু ভালো সাক্ষী-শ্রোতা হতে তো অসুবিধা নেই!!?? “উনি স্বকণ্ঠে আওয়াজ করে জবাব দিয়ে বলেন, “না”!!!
এমন সময় প্রখ্যাত সাংবাদিক শ্রী বিবেকানন্দ মুখোপাধ্যায় চেঁচিয়ে বলেন, “প্রদীপ, ওঁদের নিয়ে ম্যাজিক করো।”

আশাপূর্ণা দেবী বলেন, “ম্যাজিকতো করেই দিয়েছে। ‘জুনিয়র’ আমাদের ছোট্টো খুকু বানিয়ে দিয়েছে। আর ফিরবো না। বুড়ী হতে চাই না।”
বিবেকানন্দ বাবু বলেন, “আপনার তো আশা পূর্ণ হয়েই রয়েছে…তাছাড়া, আপনি আবার বুড়ী হলেন কবে?” আশাপূর্ণা দেবীর জন্মদিন চলে গেল। পুরোনো কথা গুলো সব মনে পড়ছিলো। অদ্ভুত ব্যাপার আজ সকালেই এই ছবিটা, তাগাড় থেকে হাতে ফিরে পেলাম। ম্যাজিক!!! জীবনের ম্যাজিক।
“তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি,
সকল খেলায় করবে খেলা এই আমি।”
আমার মাতৃ-স্থানীয়া, অনন্ত শিশুমনের দুই বান্ধবী, …আমার প্রণাম নেবেন।


Be First to Comment