মোল্লা জসিমউদ্দিন : কলকাতা, ২ জুন ২০২২। কলকাতা হাইকোর্ট নুতন আরও দুজন বিচারপতি পাচ্ছে। এতে বিচার প্রক্রিয়ায় গতি এলো। কেন্দ্রীয় আইন মন্ত্রকের অনুমতির পর রাষ্ট্রপতি তাঁদের নিয়োগে সম্মতি দিয়েছেন। কলকাতা হাইকোর্টে নতুন দু’জন অতিরিক্ত বিচারপতি নিয়োগের সম্মতি দিল কেন্দ্রীয় আইন মন্ত্রক। গত মঙ্গলবার কেন্দ্রীয় আইন মন্ত্রকের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, -‘ভারতীয় সংবিধানের ২২৪ ধারা অনুয়ায়ী, রাষ্ট্রপতির সম্মতিতে বিচারপতি শ্রীমতী শম্পা দত্ত (পল)-কে দু’বছরের জন্য এবং বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরীকে ২০২৩ সালের ২৭ ডিসেম্বর মাস পর্যন্ত কলকাতা হাইকোর্টে নিযুক্ত করা হয়েছে । সুপ্রিম কোর্টের কলেজিয়াম ২০২২ সালের ১ ফেব্রুয়ারি এই দু’জনের নাম উল্লেখ করেছিল কেন্দ্রীয় আইন মন্ত্রণালয়ের কাছে । তার আগে ২০২১ সালের ১ সেপ্টেম্বর তাঁদের নাম প্রথম সুপারিশ করেছিল কলেজিয়াম । বর্তমানে কলকাতা হাইকোর্টে কর্মরত বিচারপতির সংখ্যা ৪১ জন । এর সঙ্গে নতুন দুই বিচারপতি নিয়োগ হলে ৪৩ জন বিচারপতি হচ্ছে কলকাতা হাইকোর্টে । বর্তমানে কলকাতা হাইকোর্টে মোট বিচারপতি পদের সংখ্যা ৭২ জন। সম্প্রতি রাষ্ট্রপতি বিচারপতি অন্যন্যা বন্দ্যোপাধ্যায়, বিচারপতি রাই চট্টোপাধ্যায় এবং বিচারপতি শুভেন্দু সামন্তকে আগামী দু’বছরের জন্য কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ করেছেন । এই তিন জনই ছিলেন জুডিশিয়াল অফিসার । শম্পা দত্ত এবং সিদ্ধার্থ রায় চৌধুরীও জুডিশিয়াল অফিসার হিসাবে কর্মরত ছিলেন । সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী বৈদূর্য ঘোষাল জানান – ” প্রয়োজনের তুলনায় বিচারপতির সংখ্যা কম রয়েছে, তবে নুতন দুজন বিচারপতি প্রাপ্তিতে হাইকোর্টে মামলায় দ্রুত বিচারদানে সহায়ক হয়ে উঠবে”। গত এপ্রিলের শেষে সুপ্রিম কোর্টের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতির অভাবের কথা তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই সভায় প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ রাজ্যের হাইকোর্টগুলির প্রধান বিচারপতিরা ছিলেন। এই সভায় প্রধানমন্ত্রী আঞ্চলিক ভাষায় আদালতে কাজকর্ম করার উল্লেখ রাখেন।
আরও দুজন বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট…।
More from CourtMore posts in Court »
- স্নাতকোত্তরে ল’ কোর্স শুরু কল্যাণী বিশ্ববিদ্যালয়ে….।
- এটিএম কার্ড ফিরিয়ে দিল মঙ্গলকোটের ‘নিখোঁজ’ যুবক কে!….
- প্রয়াত বিচারকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোওয়ার আসর….।
- তিন দিন ব্যাপী আইন নিয়ে সেমিনার আয়োজিত হলো কিংস্টন কলেজে….।
- Historic Step Towards Legal Inclusivity: Constitution of India in Braille Version…..
- শ্রীরামপুরে জাতীয় লোক আদালতে সিংহভাগ মামলার নিস্পত্তি হলো…..।
Be First to Comment