গোপাল দেবনাথ : ২০, সেপ্টেম্বর, ২০২০। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সংস্থা সারা বছর ধরেই মানুষের সেবায় নিয়োজিত থাকে। তাদের একটাই উদেশ্য সাধারণ মানুষের পাশে থাকা এবং যে সকল মানুষ আজকের দিনে সমাজে বিশেষ ভাবে অবদান রাখছেন তাদের বিশেষ ভাবে সন্মান জানানো।
আমাদের রাজ্যে বসবাসকারী তেমনই একজন মহান শিল্পী আছেন তিনি হলেন মোম মূর্তি শিল্পী সুশান্ত রায়। এই শিল্পী বহু বিখ্যাত মানুষের অত্যন্ত সুন্দর মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন। আজ এই মহান শিল্পী কে সন্মান জানালেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বুম্বা মুখার্জী।
ইতিমধ্যে মোম শিল্পী সুশান্ত রায় সারা পৃথিবীজুড়ে আলোড়ন ফেলে দেওয়া অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মোমের মূর্তি তৈরি করে দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছেন। বুম্বা বাবু এই শিল্পীর ভবিষৎ জীবনের জন্য সংস্থার তরফ থেকে শুভ কামনা জানিয়েছেন। তিনি আরও বলেন এই মোম মূর্তি শিল্পী সুশান্ত রায় ভবিষ্যৎ জীবনে আরও ভালো কাজ করুন আমরা তার সফলতা কামনা করি।
Be First to Comment