পি. সি. সরকার : বিশ্বখ্যাত ম্যাজিশিয়ান ও বিশিষ্ট লেখক। কলকাতা, ৯, নভেম্বর, ২০২০। কোভিডের সুবাদে আমরা নিজেদেরকে নিজেরাই আবার নতুন করে আবিষ্কার করতে পারছি। বিয়ের পর থেকেই আমরা পৃথিবী পাক খেয়ে ঘুরছি তো ঘুরছিই। কোথাও যে একটু থিতু হয়ে বসবো তার ফুরসৎ পাইনি।

মনে ছিলো না যে বিয়ের পর আমরাও আনুষ্ঠানিক ভাবে হানি-মুন করেছিলাম। “দু-জনে মিলে, একলা একলা”। আর কেউ নেই এর জগতে, দুজন দুজনকে ভালো করে দেখতে। ‘কুলু’-ভ্যালিতে গিয়েছিলাম।

কদিন ছিলাম, বাইরের দৃশ্য কি কি দেখেছিলাম কিচ্ছু মনে নেই। আক্ষেপও নেই। তবে জয়শ্রীর অভিযোগ আছে। বলে আমাদের প্রেম নাকি কুড়ে মানুষদের মতো আবদ্ধ প্রেম। “সিনেমাতে দ্যাখোনি, শিক্ষিত আধুনিক, সমাজের মার্গ প্রদর্শক নায়ক-নায়িকারা কেমন বিদেশের রাস্তায় ফুটপাথের ওপর নির্লজ্জভাবে নাচের অদ্ভুত অঙ্গভঙ্গী করে ভারতীয় কালচারের সাচ্চা প্রেম প্রদর্শন করে, চেঁচিয়ে গান গায়, কোই অমনটা তো তুমি-আমি করিনি।

আমাদের প্রেমের কোনো ডিরেক্টর নেই, ছিলো না। আমরা বোধহয় লাইফটাকে ঠিক এনজয় করতে পারিনি।”

ছবি দেখে বুঝি, আমরা বোকা ছিলাম। এখনও আছি। কন্যেদের ওসব শেখাতেও পারিনি। ওরাও বোকা। শিখতে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়।
থ্যাঙ্ক ইউ কোভিড, তুমি জানিয়ে দিলে, এতো পিছিয়ে, বোকার মতো আমরাও নাকি বেঁচে আছি।

Be First to Comment