ডঃ পি সি সরকার (জুনিয়র) বিশ্বখ্যাত জাদুশিল্পী ও বিশিষ্ট লেখক। ৪, জানুয়ারি, ২০২১। জাপানে আমি একদিন একজন উঁচু মাপের দার্শনিক কে প্রশ্ন করে ছিলাম, “তোমাদের দেশের এই এ্যত্তো উন্নতি করার পিছনকার ‘আদর্শ’ কি? এ্যটম বোমতো তোমাদের সব কিছু ধ্বংশ করে দিয়েছিলো! মনোবল, লোকবল,অর্থবল কিচ্ছু ছিলো না। কিন্তু এই ক’বছরের মধ্যেই তোমরা মাথা তুলে উঠে বিশ্বের ধনীতম দেশ হয়ে গেলে, এর রহস্যটা কী?
ভদ্রলোক মুচকে হেসে বললেন,”আমরা এটা
ভারতবর্ষের কাছে শিখেছি।”
আমি তো অবাক! বললাম, “ভারতবর্ষের কাছে থেকে ? মানে আমাদের কাছ থেকে ?? নিশ্চয়ই রসিকতা করছো। কী সেই পদ্ধতি ?!!”
উনি বিনম্র চিত্তে, শ্রদ্ধার সঙ্গে বলেন, “সেটা হলো ‘দাঞ্চো’- সিস্টেম, তোমরা যাকে বলো ‘গুরুকূল’। তোমাদের মুনি-ঋষিরাই তো এটাই শিখিয়েছেন । দশটা নয়, পাঁচটা নয়- ‘একটা’ গুরুর আদেশ মতো চলো। সেই গুরুর আদেশ, নির্দেশ মতো চলো, দশজনের কথায় কান দিও না, ব্যাস্ সাফল্য আসবেই আসবে।
আমরা তো দেখছি, তোমার দলের তুমিই দাঞ্চো। একমাত্র শীর্ষ ব্যক্তি। তোমার কথা সবাই মানেন। সেটাই তোমার ম্যাজিকের সাফল্যের রহস্য।”
ঠিক কথা বলেছেন। আমার কথা অনুযায়ী আমার দলের সবাইকে চলতেই হবে। না চললে বাদ। কোনো লেবার অ্যাক্ট চলবে না । আমি তো বলেই রেখেছি,একটা রেল গাড়িতে এতো চাকা থাকে, তার মধ্যে একটা চাকা যদি ভুল কাজ করে,ফাঁকি দেয়, তাহলে বিরাট দুর্ঘটনা ঘটে যেতে পারে।
আমি দলের কাউকে বকাবকি করিনা। আমার কায়দাটা অন্যরকম।
একজনকে দায়িত্ব দিয়েছিলাম একটা জায়গায় দামী জিনিসপত্র রয়েছে, সেটা পাহারা দিতে নজরে রাখতে। জিজ্ঞেস করেছিলাম, “আমি কি ভরসা করতে পারি?” উনি বলেছিলেন – “১০০% “
একটু পরে এসে দেখি তিনি নাক ডাকছেন। বকিনি। শুধু চুপচাপ ওনার পাশে বসে ওনার মতো করেই ডিউটি দিই। একটু পর ওনার ঘুম ভাঙতেই…..
ভদ্রলোক আর কোনো দিন ও ফাঁকি দেন নি।
Be First to Comment