মোল্লা জসিমউদ্দিন : কলকাতা,৫ অক্টোবর ২০২১: আবার জমালয়ে জীবন্ত মানুষের গানের ক্যাসেট প্রকাশিত হলো গত ৪ অক্টোবর EIMPA হাউসে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন EIMPA এর প্রেসিডেন্ট অভিনেত্রী প্রিয়া সেনগুপ্ত, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনুপ সেনগুপ্ত, দেবাশীষ গাঙ্গুলি, পরিচালক খোকন চক্রবর্ত্তী, মিউজিক ডিরেক্টর সৌমিত্র কুন্ডু, লোকসঙ্গীত শিল্পী সনোজিৎ মন্ডল, তন্ময় হাজরা, অঞ্জনা সরকার ছাড়াও অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিত্বরা।
যমালয়ে জীবন্ত মানুষ নামটা শুনলেই সেই শ্রেষ্ঠ অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়ে যায় যে সিনেমা আজও সকলের হৃদয়ে গেঁথে আছে। যতবারই দেখা যায় পুরনো বলে একদম মনে হয় না। কিন্তু এই সিনেমার কাহিনী সেই যমালয়ে জীবন্ত মানুষ নয়। এখানে আবার যমালয়ে জীবন্ত মানুষ বলতে পরিচালক শিব প্রসাদ চক্রবর্তী অন্য কিছু বোঝাতে চেয়েছেন। এই করোনা আবহে আমরা যেভাবে আছি যমালয়ের থেকে কিছু কম নয়। এই ছবিটার মূল উদ্দেশ্য হলো সমাজকে বার্তা দেওয়া।
সবাই মিলে মিশে থাকবে কোনো মানুষ পাপ কাজ করবেনা। সকলে সৎ ভাবে থাকবে আর সবাইকে নিয়ে একসাথে থাকবে। কেও কারো সাথে হিংসা কোরোনা।
খুব তাড়াতাড়ি এই সিনেমা বিভিন্ন OTT প্ল্যাটফর্ম এ আসতে চলেছে।
Be First to Comment