নিজস্ব প্রতিনিধি : ঢাকা, ২৩জানুয়ারি, ২০২৩। আন্তর্জাতিক হিন্দু সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সনাতন ধর্মের অনুসারীদের শুভেচ্ছা জানিয়েছেন। সম্মেলনের প্রাক্কালে প্রধানমন্ত্রী অনুষ্ঠানের সকল কর্মসূচির সাফল্য কামনা করে একটি বার্তা দেন। তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আসছে। তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তিনি বলেন, আমরা হিন্দু সম্প্রদায়ের কল্যাণে অনেক পদক্ষেপ নিয়েছি। তিনি বলেন, সারা দেশে ২৩৫১টি মন্দির ও সনাতন ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়ন চলছে। শেখ হাসিনা বলেন, “এ উদ্দেশ্যে আমরা ২৬৩ কোটি টাকা বরাদ্দ করেছি। ১,৬০০টি মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়নের কাজও সম্পন্ন হয়েছে।” বাংলাদেশ হিন্দু পরিষদ সম্পর্কে তিনি বলেন, এটি মানবকল্যাণের লক্ষ্যে গঠিত দেশের অন্যতম সামাজিক সংগঠন। এই সংগঠন সর্বদা জনগণের পাশে থাকবে এবং ভবিষ্যতে দেশের অসহায় ও অবহেলিত মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ২০৪১ সালের মধ্যে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, এরই ধারাবাহিকতায় বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সব ধর্ম-বর্ণের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্ব স্ব ধর্ম পালন করছে এবং ‘ধর্ম ব্যক্তির জন্য, উৎসব সবার। ‘ তিনি বলেন, আওয়ামীলীগ সরকার দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত ও শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর।
‘আন্তর্জাতিক হিন্দু সম্মেলনে’ সনাতন ধর্মের অনুসারীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা….।
More from CultureMore posts in Culture »
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
- 6th Himalayan Orange Tourism Festival 2024….
- ভবিষ্যৎ প্রকাশনী আয়োজিত সাহিত্যের সেরা সম্মান ২০২৪….।
- অবনীন্দ্র সভাঘরে লায়ন্স ক্লাব অফ ম্যাগনেটস এর উদ্যোগে আয়োজিত হল পুরস্কার প্রদান অনুষ্ঠান….।
- বিধান শিশু উদ্যানে পল্লিকবি কে নিয়ে স্মরণিকা প্রকাশ ১৪ ডিসেম্বর….।
More from InternationalMore posts in International »
- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে অল ইন্ডিহিউম্যান রাইটস অর্গানাইজেশন উদ্যোগে তরফ থেকে এক বিরাট তারকা খচিত সম্মান প্রদান অনুষ্ঠান….।
- পুর্ব ছাড়িয়ে পশ্চিম মেদনীপুরের মাটিতেও সাফল্য ইন্দ্রানী ধানবীজের….।
- হারানো সুরে হলুদ ট্যাক্সি, আলোচনায় শহর কলকাতা….।
- এসো আমার ঘরে এসো….।
- ভবিষ্যৎ প্রকাশনী আয়োজিত সাহিত্যের সেরা সম্মান ২০২৪….।
- আপারকেস কলকাতার সিটি সেন্টার ১এ প্রথম স্টোর উদ্বোধন করল, লক্ষ্য ১০০টি স্টোর খোলার…।
Be First to Comment