আন্তর্জাতিক চা দিবস আজ
বাবলু ভট্টাচার্য : আজ আন্তর্জাতিক চা দিবস। ২০২০ সাল থেকে ২১ মে তারিখে এই দিবস পালন শুরু হয়েছে। এর পূর্বে ডিসেম্বর মাসের ১৫ তারিখে পালিত হত আন্তর্জাতিক চা দিবস।
ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভিয়েতনাম, কেনিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, উগান্ডা ও তানজানিয়ার মতো চা উৎপাদনকারী দেশসমূহ ২০০৫ সাল থেকে প্রতি বছর এ দিবসটি উদযাপন করে আসছে।
আন্তর্জাতিক চা দিবস পালনের উদ্দেশ্য হলো- চা বাগানের কর্মী-উৎপাদকদের ওপর বৈশ্বিক বাণিজ্যের প্রভাব সরকার ও জনগণের সামনে তুলে ধরা এবং অর্থনৈতিক সমর্থন ও ন্যায্য বাণিজ্যের সংযোগ স্থাপন করা।
২০০৪ সালে বিশ্ব সামাজিক সম্মেলনের পর ২০০৫ সালে প্রথম আন্তর্জাতিক চা দিবস উদযাপিত হয় নয়াদিল্লিতে। পরবর্তীতে ২০০৬ ও ২০০৮ সালে দিবসটি উদযাপনের আয়োজন করে শ্রীলংকা।
আন্তর্জাতিক চা দিবস উদযাপন ও এর সাথে সম্পর্কিত বিশ্ব চা সম্মেলনের যৌথ আয়োজন করে থাকে বিভিন্ন শ্রমিক কল্যাণ সমিতি। ২০১৫ সালে ভারত সরকার খাদ্য ও কৃষি সংস্থার মাধ্যমে দিবসটির উদযাপন আরও বিস্তৃত করার প্রস্তাব দেয়।
Be First to Comment