শতভিষা দত্ত, কলকাতা ১০ ফেব্রুয়ারি, ২০২২।তিলোত্তমা কলকাতা মহানগরীর ঐতিহ্যবাহী পুস্তকমেলা চলতি মাসের ২৮ তারিখ উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার সূচনা করবেন। এবছর থিম কান্ট্রি – প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। সিটি অফ জয় কলকাতার অদূরে সল্টলেক। আদতে বিধাননগর। করুণাময়ীর নিকটে সেন্ট্রাল পার্কে মেলা মাঠে আয়োজন করা হয়েছে। ১৩ মার্চ পর্যন্ত চলবে এই মেলা। করোনার প্রেক্ষিতে সরকারি বিধিকে মান্যতা দেওয়া হবে। মাস্ক ছাড়া মেলায় প্রবেশ নিষেধ। আগামী ৩ এবং ৪ মার্চ বাংলাদেশ দিবস পালন করা হবে।
শিশু দিবস ৬ মার্চ পালন করার কথা জানান গিল্ড। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানায় পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ড এর সম্পাদক সুধাংশু শেখর দে এবং সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রতিনিধি।
Be First to Comment