শুভ্রজিত দাস : কলকাতা, ৪, ডিসেম্বর, ২০২০। গতকাল অর্থাৎ ৩রা ডিসেম্বর শুভ উদ্বোধন হলো নিউটাউন কফি হাউস এর। ঝা চকচকে মায়াবী পরিবেশ এই কফি হাউসের আর দামও আম জনতার সাধ্যের মধ্যে। নিউটাউনের আমিটি ইউনিভার্সিটির একদম উল্টোদিকে কলকাতার পুরনো ভালোবাসার নতুন রূপ।

বন্ধু বা পরিবার নিয়ে সময় কাটানোর নতুন ঠিকানা।

বিশ্বজুড়ে করোনা অতিমারীর মাঝেও এই শীতে একবার নতুন কফি হাউস এ গিয়ে খাবারের স্বাদ নিতে পারেন। দুপুর ১২টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে।

“কফি হাউস” নাম তার মধ্যেই লুকিয়ে আছে আলাদা এক রোমাঞ্চ, সেটা যখন নতুন রূপে এভাবে এলো তখন ভালো তো লাগলো ঠিকই কিন্তু পুরনো কলেজস্ট্রিটের কফি হাউস এর প্রতি ভালোবাসা টাই দ্বিগুণ হলো।

যদিও নতুন মোড়কে পুরনো ভালোবাসা কিন্তু কোনো অংশে কম নয়।
Be First to Comment