গোপাল দেবনাথ : আলিপুরদুয়ার, ১১ জুলাই, ২০২৪। ১১ জুলাই বৃহস্পতিবার দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের আলিপুরদুয়ার শাখায় ত্রিমূর্তির প্রাণ প্রতিষ্ঠা করলেন উত্তরপ্রদেশের বেনারসের বিখ্যাত পন্ডিত পুরোহিত স্বামী প্রবীণ ত্রিপাঠী মহারাজ।এদিনের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘ সম্পাদক ও ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই ,ব্রহ্মচারী অজয় ভাই ও মন্দিরের সেবাইত সহ ভক্তবৃন্দরা। উল্লেখ করতে হয় গত ৭ জুলাই রবিবার রথযাত্রার পুণ্যলগ্নে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন সেইদিন ও সাথে ছিলেন সঙ্ঘ সম্পাদক এবং ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাই।আলিপুরদুয়ারে এই মন্দির প্রতিষ্ঠা হওয়াতে এলাকার সাধারণ অত্যন্ত খুশি বলে জানা গেছে।
ছবি ও তথ্য সহায়তা- সুবল সাহা।
Be First to Comment