গোপাল দেবনাথ : গোবরডাঙ্গা, ১৭ মার্চ, ২০২৫। আদিবাসী শিশু কল্যাণ বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীদের সঙ্গে এবার গোবরডাঙ্গার জনপ্রিয় নাটকের দল নকসা যুক্ত হল।
আগামীকাল ১৮ মার্চ মঙ্গলবার থেকে শুরু হয়ে চলবে ২০ মার্চ পর্যন্ত। ছাত্র ছাত্রীদের সাথে খেলতে খেলতে নাটক তৈরি হবে। সেটির অভিনয় হবে আগামী বৃহস্পতিবার ২০ মার্চ বেলা ঠিক ২ টোয়। সংগে নকসার নাটক হুলোও থাকবে। এছাড়া থাকছে নকসা আয়োজিত বিভিন্ন স্কুলের ওয়ার্কশপের চিত্র প্রদর্শনী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানালেন নাট্য প্রযোজক, পরিচালক, অভিনেতা এবং নকসার কর্ণধার আশিস দাস। ঐ দিনটি নকসা সংস্থা ‘শিশু দিবস’ হিসেবে উদযাপন করবে বলে জানালেন।
২০ মার্চ বেলা ২ টো থেকে সাড়ে ৩ টে পর্যন্ত ঐ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও বিদ্যালয় সংলগ্ন জনপদের সকলকে এই উদযাপনের শরিক হতে আহ্বান জানালেন আশিস বাবু। তিনি ধন্যবাদ জানালেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্যাসদেব পাল মহাশয় কে।
আশিস বাবু সবশেষে আক্ষেপের সুরে বললেন এই প্রতিবেদককে বলেন ছোটদের ভালোর জন্য আমরা বড়োরা একটু সময় দিতে পারি কি!
Be First to Comment