আড্ডা মানে ।
——————–
অশোক ব্যানার্জী –
আড্ডা মনের আদান প্রদান
আড্ডা শুধুই গল্প নয়,
মাঝে মাঝে আড্ডা দিলে
মনটা অনেক উদার হয়।
নির্ভেজাল আড্ডা হলে
আড্ডা দিতে নেই মানা,
তেমন তেমন আড্ডা হলে
অনেক কিছুই যায় জানা।
আড্ডা দিতেন রবীন্দ্রনাথ
আড্ডা দিতেন শরৎচন্দ্র,
আড্ডা দিতেন নজরুল,আর
আড্ডা দিতেন প্রেমেন মিত্র।
সে সব আড্ডা উচ্চ মানের
হাসির ছোঁয়াও থাকতো তাতে।
সে সব আড্ডায় বাড়ত জ্ঞান
হাল্কা হাসির সাথে সাথে।
আড্ডা দিতেন সত্যজিৎ
আড্ডা দিতেন মৃণাল সেন,
তার ফলেতেই চলচ্চিত্রে
নতুন ধারার প্রবর্তন।
আড্ডা মানে মনের কথা
আড্ডা মানে অনেক মজা,
আড্ডা মানে দেদার তর্ক,
মনের মতো মানুষ খোঁজা।
আড্ডা মানে কফি হাউস
গরম কফিতে চুমুক দেওয়া
আড্ডা দিতে দিতে সবার
নিজের মধ্যে হারিয়ে যাওয়া।
আড্ডা এখন নেই তো তেমন
আস্তে আস্তে হারিয়ে গেছে,
আড্ডা নেই তবুও তার
ঐতিহ্য টা এখনো আছে।
কবি – অশোক ব্যানার্জী।
Be First to Comment