বিশ্ব শরণার্থী দিবস
বাবলু ভট্টাচার্য : আজ ২০ জুন ‘বিশ্ব শরণার্থী দিবস’।
শরণার্থী – যাকে কেউ বলেন উদ্বাস্তু। ইংরেজিতে Refugee. একজন ব্যক্তি যিনি নিজ ভূমি ছেড়ে অন্য দেশে অস্থায়ীভাবে অবস্থান করেন।
প্রতি বছর জুন মাসের ২০ তারিখ বিশ্বজুড়ে শরণার্থীদের অমানবিক অবস্থানের প্রতি আন্তর্জাতিক নেতৃবৃন্দের সচেতনতা সৃষ্টির জন্য দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির স্লোগান – Together we heal, learn and shine.
২০০০ সালের ৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী ২০০১ সালে থেকে দিবসটি পালিত হচ্ছে। তার আগে ২০০০ সাল পর্যন্ত আফ্রিকান শরণার্থী দিবস নামে বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়ে আসছিল।
Be First to Comment