গোপাল দেবনাথ : কলকাতা, ১১ জুলাই, ২০২০। জি মিডিয়া গ্রূপের জি বাংলা চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় শো ‘দাদাগিরি’। গত কয়েকমাস বিশ্বব্যাপী করোনা মহামারীর প্রকোপে প্রায় সব কাজকর্ম বন্ধ হয়েছিল। লকডাউন ও সামাজিক দূরত্ব বিধি মেনে কি ভাবে এই ধরণের অনুষ্ঠানের শ্যুটিং করা যাবে, প্রযোজক, পরিচালক ও চ্যানেল কতৃপক্ষের সিদ্ধান্তে ফ্লোরে শ্যুটিং হলো এবং অবশেষে আজ থেকে শুরু হল জি বাংলার সবথেকে জনপ্রিয় অনুষ্ঠান সৌরভ গাঙ্গুলীর ‘দাদাগিরি’ সিজন- ৮।
প্রায় একমাস হলো টিলিউডে সিরিয়াল ও সিনেমার সরকারি নিয়মবিধি মেনে শ্যুটিং শুরু হয়েছে। অন্যান্য সিরিয়ালের নতুন পর্ব দেখা গেলেও দাদাগিরি র নতুন পর্ব দেখা যায়নি। বহুদিন ধরে দাদাগিরি র দর্শকরা অধীর অপেক্ষায় বসে আছে। অবশেষে আজ রাত ৯ টা ৩০ মিনিট থেকে তাদের মনবাঞ্ছা পূর্ন হতে চলেছে। আগামীকাল সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় এক বিশেষপর্ব দেখা যাবে ‘সেলিব্রিটিদের সঙ্গে বৃদ্ধাশ্রমের মহিলারা’। কালকের অনুষ্ঠানে টলিউডের সেলিব্রেটিদের মধ্যে উপস্থিত থাকবেন পরিচালক অভিনেতা রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী চক্রবর্তী, অভিনেতা ঋত্বিক চক্রবর্তী এবং রুদ্রনীল ঘোষ।
এই পর্বটি আগামীকাল রাত ৯ টা ৩০ মিনিটে জি বাংলায় দেখা যাবে বলে জানিয়েছেন চ্যানেল কতৃপক্ষ।
Be First to Comment