মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা :-
সূর্যোদয় ৪/৫৬ মিনিট, সূর্যাস্ত ৬/২৬ মিনিট।
বাংলা ৯ ই আষাঢ় ১৪২৮, ইং ২৪ শে জুন ২০২১, বৃহস্পতিবার। পূর্ণিমা রাত্রি ১২/২৬ মিনিট পর্যন্ত।
সুব্রত দে : ২৪ জুন, ২০২১। আজ ২৪ জুন বৃহস্পতিবার দেবস্নান পূর্ণিমা বা স্নান পূর্ণিমার দিন সম্পন্ন হল এই জগন্নাথ দেবের স্নানযাত্রা। যা অত্যন্ত শুভ দিন বলে বিবেচিত হয়। হিন্দুদের দেবতা জগন্নাথ দেবের ভক্তদের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি মনে করা হয়। পুরীতে স্নানযাত্রা উপলক্ষ্যে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নানবেদীতে বের করে আনা হল। সেখানে তাদের প্রথাগতভাবে স্নান করানো হল। গতকাল অর্থাৎ স্নানযাত্রার পূর্বসন্ধ্যায় জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহনের বিগ্রহ একটি শোভাযাত্রা সহকারে মন্দিরের গর্ভগৃহ থেকে বার করে স্নানবেদীতে এনে রাখা হল।
স্নানযাত্রার দিন মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্রোচ্চারণের মাধ্যমে তার শুদ্ধিকরণ করা হল। তারপর ১০৮টি কলসে সেই জল নিয়ে বিগ্রহগুলিকে স্নান করানো হল। আজ সন্ধ্যাবেলা স্নানপর্বের সমাপ্তির পর জগন্নাথ ও বলভদ্রকে গণেশের রূপে সাজানোর জন্য হস্তীমুখ-বিশিষ্ট মস্তকাবরণী পরানো হল। জগন্নাথদেবের এই রূপটিকে বলা হয় ‘গজবেশ’। এরপর প্রভু জগন্নাথদেব ১৫ দিন অসুস্থ হয়ে (জ্বরে আক্রান্ত হয়ে) লোকচক্ষুর অন্তরালে থাকবেন যা অনসর নামে পরিচিত। আজকের দিনে যেমন করোনা আক্রান্ত মানুষদের ১৪ দিন নিভৃতবাসে থাকতে হয় অনেকটা সেই রকম।
Be First to Comment