ভাস্বর চট্টোপাধ্যায় : কলকাতা, ২৪ ডিসেম্বর, ২০২৪। আজ অর্থাৎ মঙ্গলবারের কাগজে একটা খবর চোখে পড়েছে?কলকাতায় কাশ্মীরি আতংকবাদী গ্রেফতার!! May be it’s a coincidence কিন্তু প্রকাশনা সংস্থা পত্রভারতী’ র তরফ থেকে আমার আগামী উপন্যাস যেটি ২০২৫ সালে ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বই মেলায় প্রকাশিত হবে সেটি ঠিক এরকমই একটি বিষয় নিয়ে।
কলকাতার এক নম্বর পত্রিকা “যুগ”এর সাংবাদিক প্রিয়াংশু মল্লিক জানতে পারে কাশ্মীরে হাবিব খান নামক এক ব্যক্তি শুধুই encounter এ মৃত terrorist দের কবর দেন।কেন? সাধারণ কাউকে কবর দেন না কেন? Interview করতে এসে শোনে কুখ্যাত আতংকবাদী বুরহান মির্জাকেও উনি কবর দিয়েছিলেন কিন্তু পাক অধিকৃত কাশ্মীরে।
আশ্চর্য! বুরহান তো ভারতীয় ছিল,তাহলে?
কলকাতার নামী নায়িকা হিমানী শালওয়ালা ইরশাদের প্রেমে পাগল হয়ে শ্রীনগরে বিয়ে করতে এসে আবিষ্কার করে পুলিশ সন্দেহ করছে ইরশাদের ফেরার জামাইবাবু এখন এক মুজাহিদ।
এদিকে তোপশিয়ার এক ব্যবসাদার রহিম সুদূর পাকিস্তান থেকে হুমকি ফোন পেয়ে উঠে পড়ে লাগে যাতে কিছুতেই প্রিয়াংশু এই খবর করতে না পারে।
কোথায় কলকাতা,কোথায় পাকিস্তান আর কোথায় কাশ্মীর!যুগের senior journalist মনোময় দাসের মাথায় হাত।তার মানে is কলকাতা the safest passage for terrorists?
**বই প্রকাশের আগে বইয়ের সব কিছু প্রকাশ করা বাঞ্চনীয় নয় তাই এখানেই শেষ।**
Be First to Comment