মোল্লা জসিমউদ্দিন : ১২ আগস্ট ২০২১। নির্ধারিত সময় অনুযায়ী চলতি বাদল অধিবেশন শেষ হওয়ার কথা ১৩ আগস্ট। তার দুদিন আগেই আচমকাই অনিদিষ্টকালের জন্য মুলতবি রাখা হলো লোকসভার বাদল অধিবেশন। গত ১৯ জুলাই সংসদ ভবনে বাদল অধিবেশন শুরু হয়েছিল।তবে এবার চড়া সূরে দেখা গিয়েছিল বিরোধী দলগুলি কে।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি থেকে নুতন কেন্দ্রীয় কৃষি বিল। সর্বপরি পেগাসাস ইস্যুতে তোলপাড় হয়ে যায় সংসদ ভবনের দুই কক্ষ।কেন্দ্রীয় সরকারের সম্প্রসারিত নতুন সদস্যদের আলাপ করাতে পারেনি নি প্রধানমন্ত্রী। সংসদ চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রীর ভাষণের কাগজ কেড়ে মুখের উপর ছুড়বার উদাহরণ রয়েছে বিরোধী দলের সাংসদদের।লোকসভার স্পিকার ওম বিড়লা জানিয়েছেন – ‘ বাদল অধিবেশন অনিদিস্টকালের জন্য মুলতবি রাখাটা খুবই দুর্ভাগ্যজনক।’ উপরাস্ট্রপতি বেঙ্গাইয়া নাইডু এইরকম মুলতবিতে কেঁদে ফেলেছেন। যা রীতিমতো নজিরবিহীন। তবে কংগ্রেসের পরিষদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন – ‘ আচমকাই দুদিন আগেই লোকসভা মুলতবি করে রাখাটা বিরোধীদের বদনাম করার উদ্দেশ্যে করা হয়েছে ‘ তবে জানা গেছে রাজ্যসভায় ওবিসি বিল পাস হওয়ার পর বাদল অধিবেশনে ইতি টানবে কেন্দ্রীয় সরকার। I
আচমকাই মুলতবি বাদল অধিবেশন, অধীর আনলেন বদনামের ষড়যন্ত্র……।
More from PoliticalMore posts in Political »
- All India Council for Technical Education (AICTE) & Ministry of Education Innovation Cell organises Innovation Design and Entrepreneurship Boot camp at Sister Nivedita University on 29th & 30th November 2024…..
- বাবার স্মৃতিতে এম্বুলেন্স দান করলেন বিধায়ক বাইরন বিশ্বাস….
- নিজেকে ভালবাসো নিজেকে ঈশ্বরের সন্তান ভাবো…।
- সরকার গড়বে কারা ? ইন্ডিয়া না এন ডি এ, সরকার গড়া হলে বুঝবো শেষে গিয়ে….।
- সপ্তম ও শেষ দফার লোকসভা ভোট শেষ হলো ফলাফল ৪ তারিখ….।
- মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামবাজার নেতাজি মূর্তি থেকে স্বামী বিবেকানন্দ’র বাড়ি পর্যন্ত র্যালি তে অংশগ্রহণ করলেন…।
Be First to Comment