Press "Enter" to skip to content

আচমকাই মুলতবি বাদল অধিবেশন, অধীর আনলেন বদনামের ষড়যন্ত্র……। 

Spread the love

মোল্লা জসিমউদ্দিন : ১২ আগস্ট ২০২১। নির্ধারিত সময় অনুযায়ী চলতি বাদল অধিবেশন শেষ হওয়ার কথা ১৩ আগস্ট। তার দুদিন আগেই আচমকাই অনিদিষ্টকালের জন্য মুলতবি রাখা হলো লোকসভার বাদল অধিবেশন। গত ১৯ জুলাই সংসদ ভবনে বাদল অধিবেশন শুরু হয়েছিল।তবে এবার চড়া সূরে দেখা গিয়েছিল বিরোধী দলগুলি কে।জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি থেকে নুতন কেন্দ্রীয় কৃষি বিল। সর্বপরি পেগাসাস ইস্যুতে তোলপাড় হয়ে যায় সংসদ ভবনের দুই কক্ষ।কেন্দ্রীয় সরকারের সম্প্রসারিত নতুন সদস্যদের আলাপ করাতে পারেনি নি প্রধানমন্ত্রী। সংসদ চলাকালীন কেন্দ্রীয় মন্ত্রীর ভাষণের কাগজ কেড়ে মুখের উপর ছুড়বার উদাহরণ রয়েছে বিরোধী দলের সাংসদদের।লোকসভার স্পিকার ওম বিড়লা জানিয়েছেন  – ‘ বাদল অধিবেশন অনিদিস্টকালের জন্য মুলতবি রাখাটা খুবই দুর্ভাগ্যজনক।’ উপরাস্ট্রপতি বেঙ্গাইয়া নাইডু এইরকম মুলতবিতে কেঁদে ফেলেছেন। যা রীতিমতো নজিরবিহীন। তবে কংগ্রেসের পরিষদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন – ‘ আচমকাই দুদিন আগেই লোকসভা মুলতবি করে রাখাটা বিরোধীদের বদনাম করার উদ্দেশ্যে করা হয়েছে ‘ তবে জানা গেছে রাজ্যসভায় ওবিসি বিল পাস হওয়ার পর বাদল অধিবেশনে ইতি টানবে কেন্দ্রীয় সরকার। I

More from PoliticalMore posts in Political »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.