মোল্লা জসিমউদ্দিন টিপু : ৬, জুলাই, ২০২১। আগে রাজ্যের মর্যাদা ঘোষণা করতে হবে তারপর বিধানসভার নির্বাচন চায় জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক মহল। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে কাশ্মীরের রাজনৈতিক নেতাদের নিয়ে বৈঠক ঘটে। এই বৈঠকে খুশি নন কাশ্মীরের নেতারা। কেননা তারা চান সংসদ ভবনে বিজেপির ঘোষণা অনুযায়ী আগে জম্মু ও কাশ্মীর রাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করুক। তারপর বিধানসভার নির্বাচন। তবে মোদী কোন আশ্বাস দেননি রাজ্য ঘোষণা বিষয়ে। তবে বিধানসভা নির্বাচন করতে বদ্ধপরিকর বলে জানা গেছে। সেইমতন আজ অর্থাৎ ৬ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত কেন্দ্রীয় নির্বাচন কমিশনেএ ডিলিমিটেশন কমিটি জম্মু ও কাশ্মীরে যাচ্ছে ভোটের আসন পুনঃ বিন্যাস করতে। গত রবিবার
কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ফারুক আবদুল্লার বাড়িতে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক চলে।সেখানে রাজনৈতিক বন্দিদের মুক্তি থেকে কেন্দ্রীয় সরকারের দমন পীড়ন নীতি নিয়ে আলোচনা হয়। ‘পিপলস এলায়েন্স ফর গুপকার ডিক্লেয়ারেশন ‘ এর তরফে ইউসুফ তারিগামি বলেন – ” কেন্দ্রীয় সরকার আস্থা অর্জন পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ, তাই আমাদের বিধান সভার ভোটে অংশগ্রহণ করার ইচ্ছে নেই” ।
Be First to Comment