নিজস্ব প্রতিনিধি ; কলকাতা,২১জুন ২০২৩। – মা সকলের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার মা নেই সেই একমাত্র উপলব্ধি করতে পারে।
আগামী ৭ জুলাই কোলকাতার রোটারী সদনে শিল্পী চক্রবর্তী-র ভাবনা ও কাহিনী অবলম্বনে মুক্তি পাচ্ছে নৃপেন বিশ্বাস প্রযোজিত এবং প্রদীপ বিশ্বাস পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘মা’।
গত ২০ জুন শুভ রথযাত্রা র পুণ্যলগ্নে আইসিসিআর-এ ‘মা’-র পোস্টার লঞ্চ উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সকল তথ্য সামনে আনা হয়।
এদিনের পোস্টার লঞ্চ অনুষ্ঠানে মা-র কাহিনীকার, প্রযোজক, পরিচালক ও কুশীলবদের সাথে উপস্থিত ছিলেন এই ছবির অন্যতম অভিনেতা রাজীব বোস, শিশুশিল্পী ঋদ্ধিমা গুহ ও রৌণক গুহ সহ দেব সাহিত্য কুটিরের অন্যতম নির্দেশক অভিনেত্রী রাজিকা মজুমদার।
Be First to Comment