Press "Enter" to skip to content

আগামী দু’ সপ্তাহে নির্ধারিত হবে আমাদের ভবিষ্যৎ!……..

Spread the love

ডঃ বিবেকানন্দ চক্রবর্তী: ৩এপ্রিল ২০২০ আগামী দু’ টি সপ্তাহ আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আগামী দু’ সপ্তাহে নির্ধারিত হবে আমাদের ভবিষ্যৎ। এই দু’ সপ্তাহেই ঠিক হয়ে যাবে আমরা আমেরিকা হবো কিনা,আমরা ইতালির সর্বনাশা পথ বেছে নিলাম কি না।এই সময়েই প্রমাণিত হবে আমরা আমেরিকা, ইতালি,স্পেন থেকে সত্যিই কোন শিক্ষা নিতে পেরেছি কি না। আমাদের বেঁচে থাকা,কিম্বা স্বেচ্ছামৃত্যু গ্রহণ করা সবটাই আমাদের হাতে। আমরা যদি লকডাউন না মানি, লকডাউনের সময় বিধি ও শৃঙ্খলা না মেনে দায়িত্বজ্ঞানহীন হয়ে ঘুরে বেড়াই, তাহলে ডেকে আনবো সর্বনাশ। সেই সর্বনাশের আগুনে দগ্ধ হবো আমরা,আমাদের পরিবারের অন্যেরা।বিপদে পড়বে গোটা রাজ্য,সারা দেশ।

কমিউনিটিতে সংক্রমিত হলে সেই বিপদ সামাল দেওয়ার পরিকাঠামো আমাদের রাজ্যে,আমাদের দেশে নেই।তাই চিকিৎসক, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী আমাদের গৃহবন্দী থাকার পরামর্শ দিয়েছেন।
আসুন সবাই মিলে শপথ নিই করোনার থাবা থেকে সমগ্র জাতিকে রক্ষা করার জন্য আমরা আপাতত ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন মেনে চলি। আর যারা মানছে না সরকার তাদের বিরুদ্ধে কঠোর হোক।

দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আজ জাতির উদ্দেশ্য ভিডিও বার্তায় জানিয়েছেন এত দিন ধরে মানুষ ঘরে থেকে নিজেকে একা ভাবছেন কিন্তু না সেটা ভাবার কারণ নেই। আগামী ৫এপ্রিল রবিবার রাত ৯টার সময় সমগ্ৰ দেশবাসী এক সাথে বাড়ির আলো বন্ধ করে নয় মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ টর্চের আলো অথবা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাখলে বোঝা যাবে, দেশের মানুষ এক সাথেই আছেন।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.