Press "Enter" to skip to content

আগামীকাল রবিবার ঢাকুরিয়া লেক CRC-তে ভিন্টেজ কার র‍্যালি, পতাকা উড়িয়ে সূচনা করবেন মদন মিত্র….।

Last updated on February 2, 2025

Spread the love

গোপাল দেবনাথ : কলকাতা, ১ ফেব্রুয়ারি, ২০২৫। আগামীকাল রবিবার ২রা ফেব্রুয়ারি ঢাকুরিয়া লেক CRC-তে এক বিশেষ ভিন্টেজ কার র‍্যালির আয়োজন করা হয়েছে। এই জমকালো অনুষ্ঠানে সকাল ১০টায় র‍্যালির শুভ সূচনা করবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং এ এ ই আই ক্লাবের সভাপতি শ্রী মদন মিত্র।

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমাজের বিশিষ্টজন। যে সকল অতিথির নাম বিশেষভাবে উল্লেখ করতে হয় তারা হলেন  শঙ্কর চক্রবর্তী, দেবাশীষ কুমার, কৌশিক সেন সহ পুরো পরিবার এবং কার্তিক ব্যানার্জি।

শতাব্দী প্রাচীন বিভিন্ন সময়ের ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন ভিন্টেজ গাড়ির সমাবেশ এই র‍্যালির মূল আকর্ষণ। গাড়ির প্রতি ভালোবাসা ও নস্টালজিয়ার আবহে আগামীকাল ঢাকুরিয়া লেক CRC হয়ে উঠবে এক ঐতিহাসিক মিলনক্ষেত্র। সকলকে সদর আমন্ত্রণ জানিয়েছেন জনপ্রিয় নেতা অভিনেতা ও গায়ক মদন মিত্র। মদনবাবু বলেন এই ভিন্টেজ কার র‍্যালি অন্যদের থেকে কতটা দৃষ্টিনন্দন আপনারা সি আর সি এলে অনুভব করতে পারবেন।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.