Press "Enter" to skip to content

“আকাশ অজানা তবু”, এবার বাংলায় মুক্তি পাবে ক্লাউড শর্ট ফিল্ম………..

Spread the love

নিউজ স্টারডম : ১৪ জুলাই, ২০২০। কিছুদিন আগে বিগ বি অমিতাভ বচ্চন একটি শর্ট সোশ্যাল ফিল্মে হাজির হয়েছিলেন লকডাউনে অনেক কিংবদন্তি অভিনেতাকে নিয়ে। একে, একে অন্য তারকারা অমিতাভ বচ্চনের চশমা খুঁজছেন, তবে সমস্ত শিল্পীরা তাদের নিজের বাড়ি থেকেই শুটিং করেছিলেন। মজার বিষয় হল মনে হবে সবাই একই জায়গায় উপস্থিত। অবশেষে, “আকাশ অজানা তবু” একটি লা পেলিকুলা মোশন পিকচার এবং অন্যতম ভারতীয় ডিজিটাল কনটেন্ট স্ট্র্যাটেজিস্ট অয়নজিৎ সেনের শর্ট ফিল্মটি বাংলায় একটি ক্লাউড শর্ট ফিল্ম যেটি ১৭ জুলাই বঙ্গো অ্যাপে মুক্তি পাবে। ভারতের ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশিত প্রথম ক্লাউড শর্ট ফিল্মগুলির মধ্যে এটি একটি। ক্লাউড শর্ট বলতে যেখানে শুটিং চলছে সেখানে পরিচালকের ভার্চুয়াল উপস্থিতি থাকে। পুরো ছবিটি শ্যুটিং থেকে মোবাইল ফোনে সম্পাদনা করা এবং সমস্ত পোস্ট প্রযোজনার কাজ হয় যেখানে পরিচালকের ভার্চুয়াল উপস্থিতি আবশ্যক।

ইতিমধ্যে ফিল্মটি ৩ টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরষ্কার পেয়েছে এবং ৬টি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছে। Filmarte short film selection (Portugal)- Nominated, Bizzarya Film festival (Italy)- Nominated, New Normal film festival (India) – Special Festival Mention,International film festival DI RIVOLI (Italy)- Nominated, Virgin Spring Cine fest (West Bengal)- SILVER AWARD WINNER,Formulaboxx (Singapore)- Nominated, 7 seconds international film festival – Nominated, Tagore international film festival (India)- Critics Choice award, Nirmal Pandey Smriti Film festival (India ) nominated.

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ডি, বিবিসি অ্যাওয়ার্ড বিজয়ী বিশিষ্ট সংগীত পরিচালক এবং বিশ্বখ্যাত পারকশনিস্ট অভিষেক বসু চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ লেখা ছাড়াও ছবিটি পরিচালনা করেছেন। প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার তেজস গান্ধী সহযোগী পরিচালনার কাজ করেছেন। এই ছবিটি বিবাহিত দম্পতি পাখি (সঞ্চারী দত্ত) এবং অর্জুন (ফৈয়জ খান) এর মধ্যে সম্পর্কের উত্থান-পতনের চারপাশে ঘুরে বেড়ায় কারণ পাখি সন্দেহ করে যে তার বান্ধবী রাগিনীর সাথে (অমৃতা হালদার) তার স্বামী অর্জুনের সম্পর্ক আছে।পাখির দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়, যখন তিনি রাগিনীর থেকে জানতে পারেন যে অর্জুন ফুসফুসের ক্যান্সারে ভুগছেন। কোন দিকে বাঁক নেয় তিনজনের জীবন? জানার জন্য দেখতে হবে “আকাশ অজানা তবু”।

এছবিতে সংগীত পরিচালনা করেছেন অভিষেক বসু, অভীক গাঙ্গুলী। কাহিনীটি লিখেছেন কবি আলো বসু। সম্পাদনা ও পোস্ট প্রযোজনা করেছেন শুভাশিষ মন্ডল।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.