#(২০১৫ সালে কোনো এক সন্ধ্যায় লেখা আমার এই কবিতা টি আলোড়ন সৃষ্টি করেছিল, অর্জুনের অ-কবিতা নামে আমার কবিতার বই তে এটি আছে)#
অর্জুন চক্রবর্তী: বিশিষ্ট অভিনেতা ও সংগীত শিল্পী
আই , বউ হবি আমার , কিছু সময়ের জন্যে ?
বাঁধবি আমায় , নিজের আখেরের গোড়ায় ?
সিঁদুর টিপ পর না আমার নাম করে!
শাঁখা পলার জোড় হাত তুলসীতলায় ।
আমার মঙ্গল কামনায় ছলকে উঠুক তোর নয়ন।
মাছের মাথা দিয়ে পুঁই শাক, সাথে বড়ি ভাজা।
হাত পাখা নিয়ে, জানালার ধারে, চোখ যায় বারে বারে।
চেয়ে থাকবি কি আমার পথ পানে ?
তপ্ত দুপুরে হেলে পড়বি আমার গায়ে!
ঘামে ভিজে যায় জেগে ওঠা দুটি দেহ ।
সারা রাতের জাগরণ প্রদীপের সলতে ধরে!
ঘুম নেই বোজা চোখে।
পাপড়ির ছোঁয়া তোর সারা শরীরে।
লক্ষ কোটি তারার মাঝে বসে স্বপ্ন দেখি।
ফুল ফোটার শব্দ যেন!
আই, বউ হবি আমার ?
Be First to Comment