রূপা মজুমদার, সম্পাদিকা নবকল্লোল ও শুকতারা: ২৪, নভেম্বর, ২০২০। গত ২২, নভেম্বর রবিবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে এক বিশেষ আমন্ত্রণে যেতে হয়েছিল।

খানিকটা দূর বটে। কলকাতা থেকে প্রায় ঘন্টা দুয়েক এর পথ। কিন্তু যাতায়াতের ক্লান্তি পুষিয়ে গেছিল।

এক মুঠো আনন্দ। একগাদা কুচো কাচা। প্রায় চল্লিশ টার মতো হবে। করোনা অতিমারীর বিধি একটু শিথিল হতেই অশোকনগর নাট্যমূখ আয়োজন করেছিল শিশুদের নিয়ে সারাদিন ব্যাপী নাট্য কর্মশালা।

সারাদিন ব্যাপী চূড়ান্ত আনন্দ। সেটা কেন্দ্র করে আমার বক্তব্য – “শিশু মনে শিল্পের প্রভাব”। কুচো কাঁচাদের অভিনয় এক কথায় মনে দাগ কেটে যায়।

নতুন প্রেক্ষাগৃহে সার্টিফিকেট প্রদান, বই প্রকাশ এবং পরিশেষে মঞ্চস্থ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে নাটক ‘ভৌতিক পালঙ্ক’।

অনবদ্য অভিনয়। এত সুন্দর ভাবে আয়োজন করার জন্য অশোকনগর নাট্যমুখ কে অভিনন্দন জানাতেই হয়।
Be First to Comment