গোপাল দেবনাথ : ১৫, আগস্ট, ২০২০। আজ আমাদের দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস দেশজুড়ে পালন করা হচ্ছে। করোনা মহামারীর প্রকোপে সর্বত্রই সংক্ষিপ্তভাবে অনুষ্ঠান পরিচালিত করা হচ্ছে। আজ সকালে দিল্লিতে ঐতিহাসিক লালকেল্লায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। বিশ্বের প্রায় সব দেশেই ভারতীয়রা এই দিনটিকে মহা সমারোহে পালন করে থাকে। আজ অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সারা দেশজুড়ে এই দিনটিকে যথাযোগ্য সম্মানের সাথে পালন করলো। আজ ৭৪ তম স্বাধীনতা দিবসের পতাকা তলে দাঁড়িয়ে স্বাধীনতা সংগ্রামের যোদ্ধাদের আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই, এই কথা জানালেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর সর্বভারতীয় চেয়ারম্যান শ্রী বুম্বা মুখার্জী। তিনি তার বক্তব্যে বলেন, ১৭৫৭ সালে পলাশীর প্রান্তরে ভারতের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল নবাব সিরাজ উদ দৌলার পরাজয়ের জন্য। তারপর থেকে প্রায় ২০০ বছর অপেক্ষার পর আজকের এই দিনটিতে ভারত স্বাধীনতা লাভ করে। বৃটিশদের নির্মম অত্যাচারের বিরুদ্ধে জনগণ জেগে উঠে ছিলো। প্রচুর পরিমানে রক্ত ক্ষরণ হয়েছিল, অসংখ্য প্রাণ দানের বিনিময়ে ব্রিটিশরা স্বাধীনতা দিতে বাধ্য হয়েছিল। কিন্তু আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম! যেখানে এখনো সামাজিক বৈষম্য, বর্ণ বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, অন্ধ ধর্মান্ধতা ছত্রে ছত্রে বিরাজ করছে। ভারতের প্রায় ৩০% মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান আজও নেই। আমরা আমাদের অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পক্ষ থেকে সীমিত ক্ষমতার মাধ্যমে আমাদের দেশের অল্প সংখ্যক মানুষের উপকার করতে পেরেছি। আজ এই স্বাধীনতা দিবসের দিনে গরীব অসহায় মানুষের জন্য মধ্যান্যকালীন আহারের ব্যবস্থা করতে পেরেছি। সেই সাথে তাদের হাতে তুলে দেওয়া হলো কিছু পুষ্টি জাত খাবার। এই পুষ্টিজাত খাবারের মধ্যে ছিলো বেদানা, আপেল, মুসুম্বী ও আঙ্গুর। এ দিনের স্বাধীনতা দিবসে এই সকল দুঃস্থ মানুষের এই অবস্থা দেখে আমরা খুবই ব্যথিত। আমাদের এই সহায়তা যথেষ্ট নয়। আর এটাই সমাধান নয়। আজ এই স্বাধীনতার পতাকা তলে আমাদের শপথ নিতে হবে যাতে এই বৈষম্য অন্তত কিছুটা দূর করতে পারি। আজকের এই অনুষ্ঠানে সামাজিক দূরত্ব বিধি মেনে বহু মানুষের সমাগম হয়েছিল। জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।






Be First to Comment