গোপাল দেবনাথ: ২ জুলাই, ২০২০। সারা বিশ্ব করোনা মহামারীর সাথে এক কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে। বহু মানুষ যেমন এই রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন ঠিক তেমন ই বহু মানুষ রোগমুক্ত হয়ে তার বাড়ি ফিরে যেতে পারছেন। এই সমাজেরই এক শ্রেণীর করোনা যোদ্ধা তাদের নিজেদের জীবন বিপন্ন করে করোনা রোগীর সেবায় নিজেকে নিয়োজিত করেছেন।
করোনা যোদ্ধাদের সন্মান জানাতে আজ আসানসোলে আজাদ নগর, বার্নপুরের মাহি ব্যাঙ্ককোয়েট হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই করোনা যোদ্ধাদের সন্মান জানাতে এগিয়ে এলো টিম “খবর আসানসোল”।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ। এ দিনের এই অনুষ্ঠানেই আর এক করোনা যোদ্ধা অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর চেয়ারম্যান বুম্বা মুখার্জী হাজির হয়ে ছিলেন সংস্থার আমন্ত্রণে।
এই বিশিষ্ট সমাজসেবী কে সংস্থার পক্ষ থেকে সন্মান জানালেন রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক সোহেরাব আলী। এই অনুষ্ঠান কে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় জুপিটার ফাউন্ডেশন।
সংস্থার পক্ষ থেকে যথাযত আয়োজন করার জন্য নিসাত আহমেদ কে ধন্যবাদ জানানো হয়।
Be First to Comment