গোপাল দেবনাথ: ১৮ জুন, ২০২০। গতকাল অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর পক্ষ থেকে ঝাড়খন্ড রাজ্যের বিধানসভার মাননীয় স্পিকার শ্রী রবীন্দ্রনাথ মাহাতো মহাশয়ের হাতে সংস্থার পক্ষ থেকে চেয়ারম্যান শ্রী বুম্বা মুখার্জি রবীন্দ্রনাথ বাবুর জনসেবামূলক কাজ এবং কোভিড এর বিরুদ্ধে লড়াইকে সন্মান জানাতে স্মারক হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় স্মারক এবং শংসাপত্র।
এই ঘরোয়া অনুষ্ঠানে সাথে ছিলেন ঝাড়খণ্ডের অবজারভার শ্রী রাজীব চ্যাটার্জি।
বুম্বা বাবু বলেন আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত সমাজসেবী ও ঝাড়খণ্ডের স্পিকার রবীন্দ্রনাথ মাহাতো কে সম্মানিত করতে পেরে।
Be First to Comment