গোপাল দেবনাথ : ১৫ জুলাই, ২০২০। এই বিশ্বের করোনা মহামারী কালে এই দেশ সহ এই রাজ্যে যে সকল মানুষ দুঃস্থ ও নিপীড়িত মানুষের মুখে আহার তুলে দিয়েছেন তাদের মধ্যে অন্যতম অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর চেয়ারম্যান বুম্বা মুখার্জী।
এই মহান ব্যক্তির দীর্ঘকালীন কাজকর্ম দেখে বহু সংস্থা তাঁর দীর্ঘকালীন সেবা কে কুর্নিশ জানাতে এবং উৎসাহ দেওয়ার জন্য সন্মান জানিয়ে নিজেরাই সম্মানিত হচ্ছেন। আজ অল ইন্ডিয়া উলমা বোর্ডের পক্ষ থেকে বুম্বা মুখার্জী কে সন্মান জানানো হলো। সন্মান জানালেন শেখ গোলাম রব্বানী সহ বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিগত।
এই করোনা যোদ্ধা সমাজের সেবায় দীর্ঘদিন ধরে নিজেকে নিয়োজিত করেছেন। অসহায় দুঃস্থ অবহেলিত সাধারণ মানুষের পাশে থেকে সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বুম্বা মুখার্জী এর আগে রাজ্যের ঘূর্ণিঝড় আমফান এ ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছিলেন।
অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সংস্থা আমাদের রাজ্য ছাড়াও দেশের বিভিন্ন প্রদেশে সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে। অল ইন্ডিয়া উলমা বোর্ড একটি সর্বভারতীয় সংস্থা এই সংস্থার সুপ্রিম বডি র জাতীয় সভাপতি শাহী ইমাম মৌলানা নিয়াজ আহমেদ কোয়াসমী।
Be First to Comment