বাবলু ভট্টাচার্য : অর্থনীতিতে ২০২০ সালের নোবেল পুরস্কার পেলেন পল মিলগ্রম এবং রবার্ট উইলসন। অকশন থিওরিকে উন্নত করা এবং নতুন অকশন ফরম্যাট উদ্ভাবন করার জন্য পল মিলগ্রম ও রবার্ট উইলসন নোবেল পেলেন।নোবেল কমিটি একটি বিবৃতিতে জানিয়েছে, ”সর্বত্রই এখন অকশন হয় এবং তা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। এই দুই মার্কিন অর্থনীতিবিদ যে আবিষ্কার করেছেন, তার ফলে বিশ্বজুড়ে ক্রেতা, বিক্রেতা ও করদাতারা উপকৃত হয়েছেন।” কমিটি মনে করে, ”তাঁরা যে নতুন অকশন ফরম্যাট তৈরি করেছেন, তার থেকে প্রমাণিত হয়েছে প্রাথমিক গবেষণা থেকেই এমন একটা উদ্ভাবন সম্ভব যা সমাজের উপকারে লাগবে।” বিভিন্ন জিনিস কেনা ও বেচার ক্ষেত্রে অকশন হয়। সে জন্যই মিলগ্রাম ও উইলসনের উদ্ভাবনকে এতটা গুরুত্ব দিচ্ছে নোবেল কমিটি। এই দুই অর্থনীতিবিদ সোনার মেডেল ছাড়াও নয় লাখ ৩২ হাজার ইউরো পাবেন।

Be First to Comment