গোপাল দেবনাথ : কলকাতা, ১৯ আগস্ট ২০২১। ২০২০ সাল থেকে বিশ্বজুড়ে শুরু হওয়া করোনা অতিমারী আমাদের জীবনের অন্যতম বিনোদন মাধ্যম সিনেমা দেখার ভাষা বদলে দিয়েছে। করোনাকালীন সময়ে সিনেমা বা সিরিয়ালের শুটিং করা সম্ভবপর হয়নি।
কিন্তু বহু চলচ্চিত্র পরিচালক শর্টফিল্ম এবং ওটিটি প্লাটফর্মের জন্য শুটিং করেছেন এবং ডিজিটালি মুক্তি দিয়েছেন। সিনেমা হল বন্ধ থাকার কারণে জনগণ মোবাইল স্ক্রিন বা টিভি র পর্দায় সিনেমা দেখে সন্তুষ্ট হতে বাধ্য হয়েছেন।
অরোরা ফিল্ম করপোরেশন কর্ণধার অঞ্জন বসু এই করোনা কালেই একটি অসাধারণ সিনেমার শুটিং সম্পন্ন করলেন। অরোরা ফিল্ম কর্পোরেশন ১১৫ তম বর্ষে নতুন ছবি প্রযোজনায় হাত বাড়ালেন।
এই প্রযোজনা সংস্থা শেষ ছবি আজ থেকে ঠিক ৪৫ বছর আগে উৎপলেন্দু চক্রবতী’র ‘ময়না তদন্ত’ নামে একটি সিনেমা প্রযোজনা করেন।
প্রসঙ্গত বলা যেতে পারে আজ থেকে ১০০ বছর আগে ১৯২১ সালে অরোরা’র প্রথম ছবি মুক্তি লাভ করে। অরোরা ফিল্মস’ র প্রথম সিনেমা মুক্তির কাঁটায় কাঁটায় ১০০ বছর পর অরোরা ফিল্মসের নতুন ছবি “কাল কক্ষ” মুক্তি পেতে চলেছে। এসআরএফটিআই এর উত্তীর্ণ দুই নবীন পরিচালক শর্মিষ্ঠা নন্দী ও রাজদীপ পাল এই সিনেমাটি পরিচালনা করেছেন। এই নবীন পরিচালকদ্বয় এর আগে দুটি শর্টফিল্ম পরিচালনা করেছেন প্রযোজনা সংস্থা অরোরা’র সাথে। গর্বের বিষয় দুটি ছবিই জাতীয় পুরস্কার পায়। গত বুধবার অর্থাৎ ১৮ আগস্ট কলকাতা প্রেস ক্লাব এ ছবিটির পোস্টার ও টিজার প্রকাশ করলেন বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ। সাথে ছিলেন প্রযোজক অঞ্জন বসু। এ ছাড়াও ছিলেন ছবির মূল অভিনেতা অভিনেত্রীর মধ্যে শ্রীলেখা মুখোপাধায়, জনার্দণ ঘোষ, তন্নিষ্ঠা বিশ্বাস ও শিশুশিল্পী অহনা কর্মকার সহ বিশিষ্টজন। উপস্থিত সকলেই এই সিনেমা নিয়ে তাদের অভিজ্ঞতা ও নানা ঘটনার উল্লেখ করেন।
চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ অরোরা ফিল্ম কর্পোরেশন কে এই দুর্দিনে সিনেমা তৈরি তে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান। অরোরার কর্ণধার অঞ্জন বাবু জানালেন, তার নতুন আধুনিক স্টুডিও শেষের পথে। তিনি আজ ও বিশ্বাস করেন ওটিটি র যুগেও নতুন ধারার ফিচার ফিল্ম ফের দেশ কে নতুন পথ দেখাবে । এই বছরের শেষে সবকিছু ঠিক থাকলে ‘কাল কক্ষ’ মুক্তি পাবে বড় পর্দায়।
Be First to Comment