বাবলু ভট্টাচার্য : প্রয়াত হলেন জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী, তথা সুচিত্রা মিত্রের প্রিয় ছাত্রী পূর্বা দাম। কাকতালীয়ভাবে আজ সুচিত্রা মিত্রের জন্মদিনেই প্রয়াত পূর্বা দাম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। আজ (শনিবার) সকালে কলকাতায় প্রয়াত হন পূর্বা দাম। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
৮০’ এর দশকে অন্যতম প্রধান রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন পূর্বা দাম। বারো বছর বয়স থেকে সুচিত্রা মিত্রের কাছে সঙ্গীত শিক্ষা শুরু হয় শিল্পীর। এরপর তাঁর শিক্ষাকে পাথেয় করেই পরবর্তী সময়ে ভারতীয় সঙ্গীতের দুনিয়ায় রবীন্দ্র সঙ্গীত শিল্পী হিসাবে নাম করেছিলেন পূর্বা দাম।
‘তোমার তরী বাওয়া’, ‘সীমার মাঝে অসীম তুমি’, ‘মধুর রূপে বিরাজো’ সহ রবীন্দ্রনাথের গান নিয়ে একাধিক জনপ্রিয় অ্যালব্যাম রেকর্ড করেছেন পূর্বা দাম।
২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাঁকে ‘সঙ্গীত সম্মান’ প্রদান করা হয়।
Be First to Comment