Press "Enter" to skip to content

অমিতাভ ঘোষের প্রথম উপন্যাস The circle of Reason ১৯৮৬ সালে প্রকাশিত হয়………

Spread the love

————-শুভ জন্মদিন অমিতাভ ঘোষ————

বাবলু ভট্টাচার্য : বহতা স্রোতস্বিনীর ধারার মতন গতিময় অমিতাভ ঘোষের উপন্যাসগুলি। ইতিহাস, সাহিত্য ও মানবজীবনের শাখানদীগুলি গিয়ে মিলেছে তার সঙ্গে। কথাসাহিত্য ছাড়াও তিনি নিয়মিত হাত দিয়েছেন নানান স্বাদের নন-ফিকশানে এবং পুষ্ট হয়েছে তার ইতিহাস চেতনা।

দুন স্কুলে পড়াশোনা করেন। সহপাঠী ছিলেন বিক্রম শেঠ, রামচন্দ্র গুহ। এরপর দিল্লির সেন্ট স্টিভেন্স কলেজ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক নৃ-বিজ্ঞানে পি.এইচ.ডি ডিগ্রী লাভ। ১৯৯৯ সালে নিউইয়র্কের কুইন্স কলেজে তুলনামূলক সাহিত্যের অধ্যাপক হিসেবে যোগ দেন অমিতাভ ঘোষ। ২০০৫ সাল থেকে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক।

তাঁর প্রথম উপন্যাস The circle of Reason প্রকাশিত হয় ১৯৮৬ সালে। এরপর একে একে প্রকাশিত হয় The shadow lines, The calcutta chromosome, The glass palace, The hungry Tide, Sea of poppies, River of smoke, Flood of fire.

এছাড়াও লিখেছেন বহু প্রবন্ধ ও নন্-ফিকশন। পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার, আর্থার সি ক্লার্ক পুরস্কার। ২০০৭ সালে পেয়েছেন‌ পদ্মশ্রী পুরস্কার। ২০১৮ সালে লাভ করেন জ্ঞানপীঠ পুরস্কার।

অমিতাভ ঘোষ ১৯৫৬ সালের আজকের দিনে (১১ জুলাই) কলকাতায় জন্মগ্রহণ করেন।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.