মোল্লা জসিমউদ্দিন : শুক্রবার দুপুরে কলকাতার আলিপুর আদালতে এসিজেম এজলাসের ৬ নং ঘরে হাজিরা দিতে আসেন সংশ্লিষ্ট মামলার অভিযোগকারী সাংসদ মিমি চক্রবর্তী। হাজিরা দিয়ে পেসিডেন্সি জেলে থাকা বিচারধীন বন্দি তথা এই মামলার মূল অভিযুক্ত ট্যাক্সি চালক কে টিআই প্যারেডে সনাক্তকরণ করেন মিমি। উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর মহানগরের এক ট্যাক্সি চালকের অভদ্র আচরণের শিকার হন এই সাংসদ। এরপর মামলার শুনানিতে গোপন জবানবন্দি দিয়েও যান। তখন সাংসদ মিমি চক্রবর্তী জানিয়েছিলন “আদালতে আসাটা খুব দরকার ছিল, না এলে ও ( অভিযুক্ত) ছাড়া পেয়ে যেত। সেদিন আমাকে কটুক্তি করেছে। আগামী দিন হয়তো অন্য কোন মেয়ের ক্ষতি করতো “। গত সপ্তাহে কলকাতার আলিপুর আদালতে গোপন জবানবন্দি দিয়ে বেরিয়ে যাওয়ার পথে এই কথা গুলি জানিয়েছিলেন যাদবপুরের তৃনমূল সাংসদ তথা টলিউঠের নায়িকা মিমি চক্রবর্তী। উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর শাসকদলের এই সাংসদ তাঁর কসবার বাড়ি যাওয়ার পথে বালিগঞ্জ ফাঁড়ির সিগনালের কাছে এক ট্যাক্সি চালকের অভদ্র আচরণের স্বীকার হন। প্রকাশ্য রাস্তায় কটুক্তি সহ অশ্লীল ইংগিত করার অভিযোগ উঠে এক ট্যাক্সি চালকের বিরুদ্ধে। ঘটনাস্থলে উচিত শিক্ষা দিতে গেলে ব্যস্ততম রাস্তায় গন্ডগোল বাড়তো। তাতে ট্রাফিক জ্যাম সহ নানান অসুবিধায় পড়তো শহরবাসী। তাই বিষয়টি সেদিন রাতেই গড়িয়াহাট থানায় ফোন করে জানিয়েছিলেন যাদবপুরের সাংসদ। ৩৫৪, ৩৫৪ এ, ৩৫৪ ডি, এবং ৫০৯ ধারায় মামলা রুজু হয়। স্থানীয় পুলিশ ঘটনার এক-দুদিনের মধ্যেই অভিযুক্ত ট্যাক্সি চালক কে গ্রেপ্তার করে। আলিপুর আদালতে এসিজেম এজলাসে এই মামলাটি চলছে। গত সপ্তাহে অভিযোগকারী সাংসদের গোপন জবানবন্দি নেওয়া হয় আলিপুর আদালতে। এই গোপন জবানবন্দি দিয়ে বেড়িয়ে যাওয়ার পথে অভিযুক্ত ট্যাক্সি চালকের উপযুক্ত শাস্তি দেওয়ার সপক্ষে সাংসদ বলেছিলেন – ” আদালতে আসাটা খুব দরকার ছিল, না এলে ও ছাড়া পেয়ে যেত “। এরপর আজ অর্থাৎ শুক্রবার দুপুরে কলকাতার আলিপুর আদালতে এসিজেম এজলাসে হাজিরা দিয়ে পেসিডেন্সি জেলে অভিযুক্ত ট্যাক্সি চালক কে সনাক্তকরণ করেন সাংসদ মিমি চক্রবর্তী।
অভিযুক্ত কে চিনিয়ে দিলেন মিমি চক্রবর্তী………
More from GeneralMore posts in General »
- হাঁটু প্রতিস্থাপন সার্জারির সাম্প্রতিক উন্নতি নিয়ে ডাঃ মনোজ কুমার খেমানির আলোচনা সভা….।
- CINI, ECHO India, and Kolkata Municipal Corporation Collaborate to Strengthen SSA School Leadership and Empower Educators….
- শ্রীচৈতন্য রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত গৌড়ীয় বৈষ্ণব সম্মেলন….।
- দক্ষিণী প্রয়াস আয়োজন করল “সত্যত উল্লাস ’২৫”: সামগ্রিক উন্নয়ন ও সম্প্রদায়ের চেতনার উদযাপন….।
- Inauguration of a state-of-the-art gallery on climate change titled “On the Edge?” by Hon’ble Union Minister of Culture & Tourism at Science City, Kolkata….
- গঙ্গাসাগর মেলায় পরিবেশ রক্ষায় প্রশাসনের উল্লেখযোগ্য পদক্ষেপ: রক্ষক ফাউন্ডেশনের সঙ্গে ‘গ্রীন গঙ্গাসাগর’ উদ্যোগ….।
Be First to Comment