Press "Enter" to skip to content

অভিনেতা রাহুল বর্মন পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ শীর্ষক এই ভিডিওটি আগামী ২১শে জুন ওয়ার্ল্ড মিউজিক-ডে তে টাইমস মিউজিক বাংলা ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে চলেছে………..

Spread the love

গোপাল দেবনাথ: কলকাতা, ১৯ জুন, ২০২০।আজ সারা বিশ্বজুড়ে করোনা মহামারীর আতঙ্ক। গোটা বিশ্বজোড়া ওই একটাই আতঙ্ক কুড়ে কুড়ে খাচ্ছে মানুষকে। গত প্রায় আশি দিনের বেশি সময় ধরে সমগ্র ভারতবাসী গৃহবন্দি। কিন্তু যদি ইতিহাস ঘাঁটা হয়, তবে দেখা যাবে এ আতঙ্ক নতুন নয়।লকডাউনে যেমন রান্না-খাওয়া বন্ধ নেই। বন্ধ নেই প্রাত্যহিক কাজকর্ম, ঠিক তেমনই বন্ধ থাকছে না বাংলার গর্ব, দেশের রত্নসন্তানদের স্মরণ করা। এইবছর দু-মলাটের খোলস ছেড়ে বেরিয়ে এসে রবি কবি অনলাইনেই ভাইরাল! কারণ, করোনার ব্যাপক সংক্রমণ, লকডাউন মানুষকে ঘরবন্দি করে ফেললেও আটকাতে পারেনি তাদের সংস্কৃতিচর্চাকে। সামাজিক দূরত্ব বজায় রেখে তাই বিশ্বকবি ও ‘সামাজিক’ হবেন সোশ্যালে। এমন অভিনব ভাবনা এক এবং অদ্বিতীয় “Biocine”-এর।

করোনার সময়ে দাঁড়িয়ে নতুন করে খুঁজে পাওয়া রবি ঠাকুর। সেই চেষ্টাই করলেন পরিচালক অভিনেতা রাহুল বর্মন। Biocine-এর উদ্যোগে আগামী ২১শে জুন ওয়ার্ল্ড মিউজিক-ডে তে টাইমস মিউজিক বাংলা ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে চলেছে ‘ও আমার দেশের মাটি’ শীর্ষক এই ভিডিওটি। রবীন্দ্রনাথের লেখা গানে, কবিতার ছন্দে সঙ্গে নিলেন অনেক শিল্পীকে। যাদের মধ্যে অন্যতম হলেন উদিত নারায়ণ, দেবশ্রী রায়, শ্রাবনী সেন, সৈকত মিত্র, রূপঙ্কর বাগচী, অনিক ধর, সপ্তক ভট্টাচার্য, শোভন গাঙ্গুলী, তথাগত সেনগুপ্ত, অপরাজিতা বর্মন, দিশা রায়, তীর্থ ভট্টাচার্য সহ অনেক বিশিষ্ট সংগীত শিল্পী এছাড়াও ভিডিওটির সুত্রকথনে থাকছেন আরবাজ খান, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিত চক্রবর্তী, মমতা শঙ্কর, সুতপা বন্দোপাধ্যায়, রিচা শর্মা, অরুন বক্সী, রায়া ভট্টাচার্য এবং রাহুল বর্মন স্বয়ং। মিউজিক ভিডিওটিতে নৃত্য পরিবেশন করেছেন ইন্দ্রানী দত্ত ও অলকানন্দা রায়।

মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছে Biocine Production House, মিউজিক ভিডিওটার সম্পূর্ণ মিউজিক সঞ্চালনা করেছেন পন্ডিত দেবজ্যোতি বোস এবং এই ভিডিওটি সম্পাদনা করেছেন স্মৃতি। রবীন্দ্রগীতি, অসাধারণ নৃত্য পরিবেশন তৎসহ মুম্বাই ও বাংলার বিশিষ্ট ব্যক্তিদের সূত্রকথনে একটি অসাধারণ ভিডিও আগামীকাল রাতে বিশ্বব্যাপী মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক রাহুল বর্মন।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.