গোপাল দেবনাথ : কলকাতা, ২৪ মার্চ ২০২১। কলকাতায় কেন্দ্রীয় সরকারের ব্যবস্থাপনায় অভিনয় শিক্ষার কেন্দ্র আছে। এ ছাড়াও বহু প্রাইভেট অভিনয় শিক্ষা প্রতিষ্ঠান ও আছে। বহু ছাত্র ছাত্রীর অভিজ্ঞতা বহু অর্থ ব্যয় করেও সঠিক শিক্ষা লাভ হয় না। এখন আমি যার কথা বলবো তিনি হলেন দীর্ঘদিনের সু অভিনেতা অমিতাভ গাঙ্গুলি।

এই অভিনেতার গলার স্বর ও অত্যন্ত সুন্দর। অমিতাভ নিজে অভিনয় করেই সন্তুষ্ট হতে চায়নি। সে চেয়েছে একটি সংস্থা স্থাপন করে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে নতুন ছেলে মেয়েদের অভিনয় শেখাতে।

অমিতাভ’র অভিনয় শিক্ষন কেন্দ্রের নাম “মেইনস্ট্রিম” সংস্থা পথ চলা শুরু করেছিল ২০১৫ সালের একদম শুরুতে। এই সংস্থা ৫ বছর পূর্ণ করে ৬ বছরে পা রাখলো। এটি একটি মাল্টি ডিসিপ্লিনারি সংস্থা।

কেবলমাত্র অভিনয় শিখিয়েই ক্ষান্ত হয়নি মেইনস্ট্রিম সেই সাথে বিউটি ও এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি তে কাজ করে চলেছে এই সংস্থা। সকলের প্রিয় অভিনেতা ও বাচিক শিল্পী অমিতাভ দেখছেন অভিনয় ও বাচিক শিল্পের বিষয়গুলো। বিশিষ্ট বিউটি এবং মেকআপ এক্সপার্ট মালবিকা গাঙ্গুলী দেখছেন বিউটি এবং মেকআপ এর বিষয়গুলো।

মেইনস্ট্রিমে নানান ধরণের কোর্স আছে তবে সবগুলোই সার্টিফিকেট কোর্স। ইকোনোমিক প্রিভিলেজ দেওয়ার জন্যই মেইনস্ট্রিম সদা সর্বদা তৈরী। অমিতাভ বলেন এখানে কোর্স করতে এসে সবাই বিভিন্ন কাজের সুযোগ পেয়ে আসছে প্রথমদিন থেকেই।

অভিনয়, মডেলিং, ডাবিং তার সাথে সাথে বিভিন্ন পার্লার গুলোতেও ছাত্র ছাত্রীরা প্রতিনিয়ত কাজ করে রোজগার করছে। আর্টিস্ট এবং টেকনিশিয়ানদের জন্য মেইনস্ট্রিম গিল্ড এর কার্ড ও করিয়ে দিচ্ছে। মেইনস্ট্রিম তিন রকম ভাবে কাজ করে…ক্রিয়েটিভ একাডেমি। কাস্টিং এজেন্সি ও প্রোডাকশন হাউস।

এতটাই কম অর্থমূল্যের কোর্স এখানে আছে যে শহর, শহরতলী, মফস্বল, গ্রামগঞ্জ থেকেও বহু মানুষ যোগদান করে এই মেইনস্ট্রিম এ। গত ১৪ মার্চ দক্ষিণ কলকাতায় যাদবপুরে মেইনস্ট্রিম এর অফিসে অনুষ্ঠিত হয়ে গেল একটি বিশেষ ইভেন্ট। সার্টিফিকেট দেওয়া দেওয়া হয়েছে ৫০ জন ছাত্র ছাত্রীকে।

সেই দিনই মেইনস্ট্রিম ঘোষণা করে তারা প্রোডাকশন এর সূচনা করবেন এবং ও টি টি প্লাটফর্মের জন্য সিনেমা তৈরি করবেন। বহু নতুন অভিনেতা ও অভিনেত্রী সেই প্রোডাকশনে কাজ করার সুযোগ পাবেন।

তবে এক কথায় বলা যেতে পারে সব মিলিয়ে নতুন প্রজন্মের জন্য মেইনস্ট্রিম সত্যি দারুন কাজ করে চলেছে, যা সত্যি প্রশংসার দাবি রাখে।



Be First to Comment