বাবলু ভট্টাচার্য : মানুষ অমর নয় ঠিকই, কিন্তু জীবিতাবস্থায় মৃত্যুকে কাছ থেকে দেখার, অনুভব করার সুযোগ পেয়েছেন আর কতজনই! তবে জীবনকে আরও বেশি করে মূল্যায়ন করার উদ্দেশ্যেই নিজের শেষকৃত্যে অংশগ্রহণ করছেন দক্ষিণ কোরিয়ার মানুষেরা।
এই বিশেষ প্রক্রিয়ার প্রথমে একটি কাগজে নিজের শেষ ইচ্ছেগুলির কথা লিখে তারপর বন্ধ কফিনে শুয়ে থাকতে হয় প্রায় ১০ মিনিট। দক্ষিণ কোরিয়ার মানুষদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই প্রক্রিয়া।
এখনও পর্যন্ত ২৫ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছেন এই অন্তোষ্টিক্রিয়ায়।
Be First to Comment