বাবলু ভট্টাচার্য : গৃহকর্ত্রীর মোবাইল ঘেঁটে অনলাইন ই-কমার্স সাইট থেকে মুদিখানার যাবতীয় জিনিস অর্ডার দিয়ে দেয় একটি পোষা বাঁদর। পরে, সেই জিনিসপত্র হাতে পেয়ে চক্ষু চড়কগাছ গৃহকর্ত্রীর।
চিনের ইয়ানচেঙ ওয়াইল্ড অ্যানিম্যাল ওয়ার্ল্ডে কর্মরত এলভি মেনমেঙ ঘটনাটি জানতে পারেন বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার পর। তবে দরকারি জিনিসপত্রই অর্ডার দিয়েছিল বলে শেষ পর্যন্ত অর্ডারটি বাতিল করেননি এলভি।
যদিও বাঁদরের এমন বাঁদরামি দেখে হেসে গড়াগড়ি যাচ্ছে বিশ্ব।
Be First to Comment