গোপাল দেবনাথ – পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতি তাদের নানা দাবি নিয়ে কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। তাদের দাবি মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুসারে যুবশ্রী থেকে সমস্ত ১) সরকারি দপ্তরে গ্রূপ সি ও গ্রূপ ডি যোগ্যতা অনুসারে নিয়োগের ব্যবস্থা অবিলম্বে করতে হবে। ২) বাজারমূল্য অনুযায়ী উৎসাহ ভাতা বৃদ্ধি করতে হবে। ৩) প্রতি ৬মাস অন্তর Annexure-3 নামে রিনুয়াল বন্ধ করতে হবে। ৪) রাজ্যের সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে যুবশ্রী থেকে আসন সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।( প্রয়োজনে আইন সংশোধন করে ) ৫) যাদের নাম প্রথম থেকে যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত কিন্তু কোন চাকরি না দেওয়া সত্বেও অনৈতিকভাবে ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল, অবিলম্বে তাদের ভাতা প্রাপকদের আওতায় আনতে হবে। ৬) চাকরি না দেওয়া পর্যন্ত সকল যুবশ্রীদের ভাতা চালু রাখতে হবে। প্রসঙ্গত এই প্রকল্প চালু হয়ে ছিল ২০১৩ সালের ৩রা অক্টোবর কলকাতায় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। যুবশ্রী প্রকল্পটির উদ্বোধন করে ছিলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে প্রথম ১লক্ষ যুবক- যুবতী কে প্রতি মাসে ১৫০০ টাকা করে উৎসাহ ভাতা দেওয়া শুরু হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয় আগামী ১৮ই ডিসেম্বর কলকাতা গান্ধী মূর্তির পাদদেশে সকাল ১০ টা থেকে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে রাজ্যের সকল যুবশ্রীরা সামিল হবেন। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি নির্মল মাঝি, সম্পাদক নিতাই বসাক, চন্দ্রকান্ত কুইলা, সহ সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য, অনিন্দিতা রায়, আজিবুল হক ও সুদীপ্ত ঘোষ সহ অন্যান্যরা।
অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হবে রাজ্যের যুবশ্রীরা
More from GeneralMore posts in General »
- জয় দিয়ে নতুন বছর শুরু, আইএসএল-এ পয়েন্ট তালিকার শীর্ষেই মোহনবাগান সুপার জায়ান্ট….।
- হিন্দুমহাসভা ও বিজেপি বাঁচাও মঞ্চের সংযুক্তিতে সংকল্প দিবস পালন, বঙ্গ রাজনীতিতে নতুন সমীকরণ….।
- বিধাননগরের বুকে এক অভিনব কর্মসূচি শুরু করলো স্বেচ্ছাসেবী সংগঠন ইস্পাত….।
- ষষ্ঠবর্ষের শিবপুর কৃষ্ণা ডান্স একাডেমির অসাধারণ নৃত্যানুষ্ঠান….।
- Dr. Suresh Kumar Agarwal honoured with ‘International Meditation Teacher Award’ by LIONS MAGNATES….
- অ্যাডভোকেট মিতা ব্যানার্জির অসাধারণ সামাজিক কাজ…।
Be First to Comment