গোপাল দেবনাথ : কলকাতা, ৩০ নভেম্বর, ২০২৪। গত ২৭ নভেম্বর বুধবার অবনীন্দ্র সভাঘরে লায়ন্স ক্লাব অফ ম্যাগনেটস এর উদ্যোগে আয়োজিত হল পুরস্কার প্রদান অনুষ্ঠান। সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের হাতে উপস্থিত অতিথিগণ পুরস্কার তুলে দেন। বুধবার অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা এবং সর্বভারতীয় চেয়ারম্যান যিনি সমাজকর্মী হিসেবে ইতিমধ্যে প্রশংসিত হয়েছেন। বুম্বাবাবু বিদেশ থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি লাভ করেছেন। আসানসোলে দীর্ঘ বছর ধরে দুঃস্থ মানুষের মুখে প্রতিদিন রাতের খাবার তুলে দিচ্ছেন।
বুম্বা মুখোপাধ্যায়কে লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের পক্ষ থেকে ‘অসামান্য সামাজিক প্রভাবশালী’ হিসাবে পুরস্কৃত করা হল। অবনীন্দ্র সভাঘরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন লায়ন্স ম্যাগনেটসের চার্টার প্রেসিডেন্ট আশিস বসাক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বুম্বা বাবুর হাতে সন্মানপত্র স্মারক তুলে দেন।
Be First to Comment