কেকা আইচ : ১৪ সেপ্টেম্বর, ২০২১। সম্প্রতি একমাস ধরে সরকারি সবরকম কোভিড এর স্বাস্থ্যবিধি মেনে রংতাল থিয়েটার আয়োজিত নবম বর্ষ ” জাতীয় সংস্কৃতি উৎসব ২০২১” অনুষ্ঠিত হয়ে গেল এক মাস ধরে “হালিশহর পিতৃদেব মধুসূদন মঞ্চে”। পশ্চিমবঙ্গে এর আগে আন্তর্জাতিক মানের এই উৎসব প্রায় এক মাস ধরে এর আগে কেউ করেনি বল্লেই চলে , এই কথা জানালেন রংতাল থিয়েটারের কর্ণধার রতন চক্রবর্তী।
প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের শুভ সূচনা করেন রহড়া রামকৃষ্ণ মিশনের স্বামী ব্রম্ভতানন্দজী মহারাজ।
উপস্থিত ছিলেন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালযের অধ্যাপক শান্তনু দাস সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। উত্তরীয়, স্মারক প্রদান এবং ভাষণের মাধ্যমে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়। ওইদিন সংবর্ধিত হন জনপ্রিয় মুখভিনেতা রণেন চক্রবর্তী ও মুকুল দেব। তাঁদের হাতে ফুল, স্মারক ও উত্তরীয় তুলেদেন রংতাল এর কর্ণধার রতন চক্রবর্তী।
দ্বিতীয়পর্বে ছিলো সেমিনার। বক্তা ছিলেন অধ্যাপক শান্তনু দাস, বৈদ্যনাথ চক্রবর্তী এবং রংতাল থিয়েটার দলের সহ সভাপতি রথীন্দ্র চন্দ। প্রায় একমাস ব্যাপী শনিবার ও রবিবার বিকেল থেকে পশ্চিমবঙ্গের ২০ টি নাট্যদল এই উৎসবের মঞ্চে তাদের বিভিন্ন নাটক, পাপেট শো, নৃত্য সহ নানা ধরণের অনুষ্ঠান মঞ্চস্থ করেছে। ভারতবর্ষের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ উৎসব অনুষ্ঠিত হয় অন লাইনে। বিভিন্ন সময়ে সেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আসাম, মধ্যপ্রদেশ, ত্রিপুরা সহ আসানসোল এর নাট্যদল
এই উৎসবে অংশ গ্রহন করে। এছাড়াও আন্তর্জাতিক স্তরে বাংলাদেশ, ইজরায়েল, গ্রিস, তুর্কি, লন্ডন এবং বুলগেরিয়া থেকে অন লাইনে পাপেট ও মুখভিনয় অনুষ্ঠিত হয় এই উৎসবে। ছিলো দুদিনের পুতুলের কর্মশালা। দুটি বিদ্যালয় ও রংতাল থিয়েটারের ছাত্রছাত্রীরা এই কর্মশালায় অংশ গ্রহন করে।
এই প্রায় একমাস ব্যাপী এই উৎসব সহযোগিতায় ছিল
সংস্কৃতি মন্ত্রক ভারত সরকার নতুন দিল্লী। সমগ্র এই উৎসব ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন রংতাল থিয়েটারের কর্ণধার রতন চক্রবর্তী। এই উৎসবে বহু দর্শক সামিল হয়েছিলেন দূরত্ব ও কোভিড বিধি মেনে। সব মিলিয়ে সাড়ম্বরে উদযাপিত হলো রংতাল থিয়েটার আয়োজিত নবম বর্ষ জাতীয় সংস্কৃতি উৎসব ২০২১।
Be First to Comment