ইন্দ্রজিৎ আইচ : ১৯ অক্টোবর, ২০২১। গোবরডাঙ্গা মুকুলিকা প্রতি বছর পুজোর সময় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তাদের নিজস্ব প্রেক্ষাগৃহে। সম্প্রতি মুকুলিকা গানের স্কুল আয়োজন করে পুজোর জন্য নতুন বস্ত্র বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এ বছর মুকুলিকা ৪০ জন গরীব ও দুঃস্থ ছেলে মেয়েদের হাতে নতুন পোশাক তুলে দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব জীবন অধিকারী, মাইম শিল্পী ধীরাজ হাওলাদার , শিক্ষিকা শ্রাবনী বিশ্বাস, অরিন্দম দে প্রমুখ। সকল অতিথিদের হাতে পুষ্পস্তবক তুলে দেন মুকুলিকার কর্ণধার অনিমা দাস মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জীবন অধিকারী, শ্রাবনী বিশ্বাস, ধীরাজ হাওলাদার ও সাংবাদিক নীরেশ ভৌমিক।
সকল অতিথি মুকুলিকার এই উদ্যোগ কে সাধুবাদ জানায় এবং সবসময় তাদের পাশে থাকার আশ্বাস দেয়। এই অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন অনিমা দাস মজুমদার, তিয়াশা মুখার্জী, স্মিতা মজুমদার, সৌমীপর্না দাস। ছড়া গান পরিবেশন করে সৌমিতা মজুমদার, অনিমা দাস মজুমদার এর কথা ও সুরে নতুন পুজোর গান পরিবেশন করে আঁকন মজুমদার। কবিতা আবৃত্তি করেন বুদ্ধদেব ঘোষ, অরিন্দম দে, সাধনা মজুমদার, ইন্দ্রাণী প্রধান মুখার্জী, সর্বজয়া মন্ডল। সবমিলিয়ে সমগ্র অনুষ্ঠানটি এক কথায় অনবদ্য হয়ে ওঠে।
Be First to Comment