—–শুভ জন্মদিন অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূস—-
বাবলু ভট্টাচার্য: ঢাকা, দরিদ্র-অসহায় মানুষের জীবনে তিনি এক আলোকবর্তিকা। ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক তিনি। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি নোবেলজয়ী। ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনিই প্রথম বাংলাদেশী হিসেবে নোবেল পুরস্কার পান। ম্যাগসেসে, বিশ্ব খাদ্য পুরস্কার সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তিনি অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূস। ইউনুসের পিতা হাজী দুলা মিয়া সওদাগর, মাতা সুফিয়া খাতুন। তাঁর প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল। এরপর চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেন। সপ্তম শ্রেণীতে পড়ার সময় বয়েজ স্কাউটসে যোগ দেন এবং ১৫ বছর বয়সে স্কাউটের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
এম.এ পাশ করে ১৯৬৫ সালে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে ১৯৬৯ সালে অর্থনীতিতে পি.এইচ.ডি লাভ করেন। ১৯৬৯ থেকে ৭২ সাল পর্যন্ত মিডল টেনেসি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। ১৯৭২ সালে দেশে ফিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯৭৫ সালে অধ্যাপক পদে উন্নীত হন এবং বিভাগীয় প্রধান হিসেবে ১৯৮৯ সালে অবসর গ্রহণ করেন। ইউনূস দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন। ১৯৭৪ সালে বাংলাদেশে সংঘটিত দুর্ভিক্ষের সময়। ১৯৭৬ সালে ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশীদের মধ্যে ঋণ দেবার জন্য। গ্রামীণ ব্যাংকের সাফল্য বিভিন্ন দেশে মডেল হিসেবে ব্যবহৃত হয়।
মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। ডঃ ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৪৮ টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন। পেয়েছেন অজস্র পুরস্কার। লিখেছেন বহু গ্রন্থ।
ডঃ মুহাম্মদ ইউনূস ১৯৪০ সালের আজকের দিনে (২৮ জুন) বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
Be First to Comment