Press "Enter" to skip to content

অতিমারীতে সুদের কিস্তি রদ করে ছোট ব্যবসায় প্রাণ ফেরাচ্ছে মাইক্রোফিনান্স সংস্থা স্বতন্ত্র মাইক্রোফিন……।

বিশেষ প্রতিনিধি : কলকাতা ২৬ জানুয়ারি ২০২১: ছোট এবং অতি ছোট উদ্যোগীদের জন্য ক্ষুদ্র ঋণ সংস্থাগুলি বহু ক্ষেত্রেই আশীর্বাদের মতো। আগেও প্রমাণিত হয়েছে বিভিন্ন মাইক্রোফিনান্স সংস্থার ঋণ ঘুরে দাঁড়িয়েছে বিভিন্ন প্রান্তিক মানুষের ব্যক্তিগত অর্থনীতি। কিন্তু অতিমারী আর লক ডাউন সেই সব ক্ষুদ্র উদ্যোগের কোমর ভেঙ্গে রেখে দিয়েছে। তবে এর মাঝেও ঘুরে দাঁড়াচ্ছেন বহু মানুষ। আর স্বাবলম্বী জীবন গড়ে তোলার এই লড়াইয়ে স্বতন্ত্র মাইক্রোফিন অনন্য নজির সৃষ্টি করেছে। তেমনি এক উজ্জ্বল উদাহরণ শেফালী মান্না। হলদিয়ার এই লড়াকু ক্ষুদ্র ঋণগ্রহিতা ২০১৯-এ স্বতন্ত্র মাইক্রোফিন থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে একটি চা ও তেলেভাজার দোকান শুরু করেন। বেশ গুছিয়ে নিয়েছিলেন সংসারের হাল। নিয়মিত ঋণ পরিশোধও করছিলেন। কিন্তু আচমকা অতিমারীর ধাক্কায় শেফালীর স্বপ্ন খান খান হয়ে যায়। “দু’ বেলা খাবার জুটছিল না লোন কোথা থেকে শোধ দেব। তখন স্বতন্ত্র ফাইক্রোফিন বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছে। এপ্রিল আর মে এই দু’ মাসের কিস্তি নেয় নি। ফলে একটু বুক ভরে শ্বাস নিতে পেরেছি, “শেফালী বললেন। রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইন মেনে স্বতন্ত্র মাইক্রোফিন সব ঋণ গ্রহিতাদের দু’ মাসের কিস্তি স্থগিত রাখার সুযোগ দিয়েছিল। ফলে শেফালীর মতো অনেকেই ঘুরে দাঁড়াতে পেরেছেন।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *