শু ভ জ ন্ম দি ন অ ঞ্জ না ভৌ মি ক
বাবলু ভট্টাচার্য : ‘চৌরঙ্গি’, ‘নায়িকা সংবাদ’, ‘মহাশ্বেতা’, ‘রাজদ্রোহী’, ‘কখনও মেঘ’— চলচ্চিত্রগুলি যারা দেখেছেন তাদের চোখে আজও ভাসে পান পাতার মতো মুখ, বড় বড় দুটো চোখ আর অত্যন্ত সাবলীল অভিনয় করা অঞ্জনা ভৌমিকের স্মৃতি। নামমাত্র মেক আপে শুধুমাত্র অসম্ভব ভাল অভিনয় দিয়ে আপামর সিনেপ্রেমীদের মন জয় করে নিয়েছিলেন বাংলা চলচ্চিত্রে উত্তম যুগের এই নায়িকা।
অঞ্জনা ভৌমিকের আসল নাম আরতি ভৌমিক। কোচবিহারের সুনীতি অ্যাকাডেমি থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর স্নাতক হন সরজিনী নাইডু কলেজ থেকে।
সেদিনের সেই একরাশ কালো চুলের অধিকারিণী আপাতভাবে খুব সুন্দর না হয়েও শুধুমাত্র অভিনয় প্রতিভা দিয়েই জয় করেছিলেন দর্শক হৃদয়। প্রথম ছবি পীযূষ বোসের নির্দেশনায় বসন্ত চৌধুরীর বিপরীতে ‘অনুষ্টুপ ছন্দ’।
টলিউডে বহু নায়িকাই সিনেমা মুক্তির আগে পাল্টে ফেলেছিলেন নাম। যেমন মাধুরী মুখার্জি হয়েছিলেন মাধবী মুখার্জি। চুমকি রায় হয়েছিলেন দেবশ্রী রায়। ইন্দিরা চট্টোপাধ্যায় হন মৌসুমি চট্টোপাধ্যায়। শিপ্রা রায়চৌধুরি হয়ে উঠেছিলেন মহুয়া রায়চৌধুরি। তেমনই ‘অনুষ্টুপ ছন্দ’ মুক্তির আগে কোচবিহারের আরতি ভৌমিক রাতারাতি হয়ে উঠলেন অঞ্জনা ভৌমিক।
‘অনুষ্টুপ ছন্দ’ ছবির পর আর পেছন ফিরে তাকাতে হয়নি অঞ্জনাকে। টলিউডের প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠতে খুব বেশিদিন সময় লাগেনি তাই। উত্তম-সুচিত্রা, উত্তম- সাবিত্রী বা উত্তম-সুপ্রিয়া জুটির মতো উত্তম-অঞ্জনা জুটিও তখন মানুষের মুখে মুখে ফিরত।
উত্তম কুমারের সঙ্গে ‘চৌরঙ্গি’, ‘নায়িকা সংবাদ’, ‘রাজদ্রোহী’, ‘থানা থেকে আসছি’, ‘শুকসারী’, ‘কখনও মেঘ’ অঞ্জনা ভৌমিককে জনপ্রিয়তার শিখরে তোলে।
অঞ্জনার লিপে ‘নায়িকা সংবাদ’-এ ‘কি মিষ্টি, দেখো মিষ্টি’, ‘কেন এ হৃদয় চঞ্চল হল’র মতো রোম্যান্টিক গানের পাশাপাশি ‘চৌরঙ্গি’-তে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে অভিনেত্রীর লিপে ‘এই কথাটি মনে রেখ’ আজও অঞ্জনাকে বাঙালি হৃদয়ে অমর করে রেখেছে।
উত্তম কুমারের পাশাপাশি অঞ্জনা ভৌমিক অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বসন্ত চৌধুরি, অনিল চ্যাটার্জি, অজয় গঙ্গোপাধ্যায়ের মতো অভিনেতাদের সঙ্গে।
একসময় সমালোচকরা বলতে শুরু করেন উত্তম-অঞ্জনা জুটি হিট তার একমাত্র কারণ উত্তম কুমার। এই কথা যে সম্পূর্ণ ভুল তা প্রমাণ হয়ে যায় সৌমিত্র-অঞ্জনা অভিনীত ‘মহাশ্বেতা’ ছবিটি দেখলে।
কেরিয়ারের মধ্যগগনে হঠাৎই বিয়ে করে ফেলেন অঞ্জনা। নেভি অফিসার অনিল শর্মাকে বিয়ে করে পাড়ি জমান মুম্বইয়ে। এরপর আর সিনেজগতের সঙ্গে যুক্ত থাকতে দেখা যায়নি অভিনেত্রীকে।
অঞ্জনা ভৌমিকের দুই মেয়ে নীলাঞ্জনা শর্মা ও চন্দনা শর্মাও যুক্ত অভিনয় জগতের সঙ্গে।
বড় মেয়ে নীলাঞ্জনা বিয়ে করেছেন অভিনেতা যীশু সেনগুপ্তকে। নাতনি সারাও ‘উমা’ দিয়ে টলিউডে ডেবিউ করেছেন।
অঞ্জনা ভৌমিক ১৯৪৪ সালের আজকের দিনে (৩০ ডিসে) কোচবিহারে জন্মগ্রহণ করেন।
Be First to Comment